দুর্গাপুরে তৃণমূল নেতাদের বাড়ি ইডি-সিবিআই পাঠানোর হুমকি বিজেপি বিধায়কের

বিরোধীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সিবিআই-ইডিকে ব্যবহার করছে

March 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
দুর্গাপুরে তৃণমূল নেতাদের বাড়ি ইডি-সিবিআই পাঠানোর হুমকি বিজেপি বিধায়কের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুরের সগড়ভাঙ্গায় একটি বেসরকারী কারখানায় বহিরাগতদের কাজে নিয়োগের প্রতিবাদ ও স্থানীয়দের কারখানার কাজে নিয়োগের দাবিতে সোমবার বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

কারখানার গেটের পাশে একটি সভা থেকে তৃণমূলকে এক হাত নেন দুর্গাপুর (Durgapur) পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই (Lakshman Chandra Ghorui)। সেখানে তিনি হুমকির সুরে বলেন, এই কারখানার আইএনটিটিইউসি নেতা শেখ রমজান, মন্ত্রী মলকের বাড়ি ইডি, সিবিআই পাঠানো হবে।

বিরোধীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সিবিআই-ইডিকে ব্যবহার করছে। বিজেপি বিধায়কের এই হুমকির পর ফের সরব হয়েছে বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen