সোনা পালকে নিয়ে বিতর্কিত পোস্ট সাংসদের, বিড়ম্বনায় বিজেপি

পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষ বলছেন, বাচ্চু হাঁসদা, সোনা পালরা বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের ওয়াশিং মেশিন তত্ত্বই প্রমাণিত হচ্ছে।

March 15, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

মাস কয়েক আগেই যে তৃণমূল নেতা সোনা পালকে নিয়ে বিতর্কিত ভিডিও শেয়ার করেছিলেন বিজেপির সাংসদ, সেই ব্যক্তিই এখন বিজেপির সদস্য। ফলে দলেরই এমপির শেয়ার করা সেই ‘বিতর্কিত’ ভিডিও নিয়ে এখন রীতিমতো বিড়ম্বনায় পড়েছে বিজেপি। বিজেপির জেলা নেতৃত্ব অবশ্য দাবি করেছে, যখন সোনাবাবু তৃণমূলে (Trinamool) ছিলেন, তখন তিনি অনিয়ম করেছিলেন। এখন তিনি ভুল বুঝতে পেরেছেন। সোনাবাবুর পাশাপাশি বিতর্ক ছড়িয়েছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তপনের বিধায়ক বাচ্চু হাঁসদাকে নিয়েও। তাঁর বিরুদ্ধেও এর আগে তপনদিঘির জমি-দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতারা। এখন তিনিও বিজেপিতে। এনিয়ে ক্ষুব্ধ গেরুয়া শিবিরের নিচুতলার কর্মীরা। পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষ বলছেন, বাচ্চু হাঁসদা, সোনা পালরা বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের ওয়াশিং মেশিন তত্ত্বই প্রমাণিত হচ্ছে।

গত বছরই বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার সহ দলের একাধিক শীর্ষ নেতা জেলা পরিষদের শৌচালয় নিয়ে কাটমানি সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে সোনা পালকে (Sona Pal) দেখতে পাওয়া গিয়েছিল বলে অভিযোগ। একইভাবে তপনদিঘির পাশের জমি নিজেদের নামে করে নেওয়ার অভিযোগ তোলা হয়েছিল বাচ্চু হাঁসদার অনুগামীদের বিরুদ্ধে। এ নিয়ে বিজেপি নেতৃত্বকে সরব হতে দেখা যায়। পাশাপাশি বিজেপি তখন সেই ইস্যুতে আন্দোলনে নেমেছিল। সেই বাচ্চু হাঁসদা আর সোনা পাল সদ্য বিজেপিতে যোগদান করেছেন। আর তারপরই বিজেপি নেতাদের আপলোড করা সেই পুরনো ভিডিও এখন ভাইরাল করতে শুরু করেছে তৃণমূল সমর্থকরা। বিজেপির (BJP) জেলা সভাপতি বিনয় বর্মন ওই দু’জনের অতীত ‘কীর্তি’র কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, সোনা পাল ও বাচ্চু হাঁসদা আগে তৃণমূলে ছিলেন। তখন তাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তা নিয়ে আমরা সরব হয়েছিলাম। কিন্তু তাঁরা পরে নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাই দুর্নীতিগ্রস্তদের দল ছেড়ে আমাদের দলে যোগদান করেছেন। তখন তাঁদের নিয়ে আমরা ভিডিও পোস্ট করেছিলাম। তবে সেসব ভুলে এখন আমরা একসঙ্গে লড়াই করব। কর্মীদের মধ্যে এ ব্যাপারে কোনও ক্ষোভ থাকলে আমরা অবশ্যই কথা বলে সমস্যার সমাধান করব। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত বছর যখন বিজেপির পোস্ট করা ভিডিও প্রকাশ্যে এসেছিল, তখন সোনা পাল তৃণমূলে ছিলেন। জেলা পরিষদের মেন্টর পদে ছিলেন তিনি। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের একটি ঘরে বসে সোনা পাল কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছেন। সেই আলাপচারিতায় সোনাবাবুকে বলতে শোনা গিয়েছিল কাটমানির কথা। যদিও সেই ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। এদিকে ওই ভিডিও প্রকাশ্যে আসার পর সোনাবাবুকে শোকজ করা হয়। পরে তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয়। এদিকে, তখন সেই ভিডিও নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস বলেন, সোনা পালের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তাকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। যে বিজেপি সোনা পাল ও বাচ্চু হাঁসদার বিরুদ্ধে সরব হয়েছিল, তারাই এখন তাঁদের দলে টেনে নিয়েছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen