মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা: একতরফা দোষী কি ভারতীয়রাই? প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: সম্প্রতি লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর, বিশেষ করে তাঁর কলকাতা সফরের সময় সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে ক্রীড়ামহলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। মেসির সফরের বিশৃঙ্খলার জন্য যখন ভারতীয় আয়োজক এবং দর্শকদের একাংশকে দায়ী করা হচ্ছে, তখন গাভাসকর প্রশ্ন তুলেছেন খোদ মেসির ভূমিকা ও প্রতিশ্রুতি রক্ষা নিয়ে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘ধুরন্ধর’-এর একটি সংলাপ-“ভারতীয়রাই ভারতের সবচেয়ে বড় শত্রু” উল্লেখ করে গাভাসকর ভারতীয় মানসিকতা এবং ক্রীড়া ব্যবস্থাপনার সমালোচনাকারীদের দিকে আঙুল তুলেছেন। তাঁর মতে, সল্টলেক স্টেডিয়ামে যা ঘটেছে, তার জন্য একতরফাভাবে ভারতীয়দের বা আয়োজকদের দোষারোপ করার আগে দেখা উচিত, মেসি এবং তাঁর প্রতিনিধিরা চুক্তিমত কথা রেখেছিলেন কি না।
গাভাসকর তাঁর কলামে লিখেছেন, “মেসি মাত্র ৩০ মিনিটেরও কম সময় স্টেডিয়ামে ছিলেন। ভিআইপিদের ভিড় বা বিশৃঙ্খলার কথা বলা হলেও, সেখানে মেসির নিরাপত্তার কোনো ঝুঁকি ছিল না। দর্শকরা প্রচুর অর্থ খরচ করে তাঁদের প্রিয় তারকাকে দেখতে এসেছিলেন। মেসি যদি কথা মতো এক ঘণ্টা থাকতেন কিংবা দর্শকদের জন্য অন্তত একটি পেনাল্টি কিক নিতেন, তবে পরিবেশ অন্যরকম হতে পারত।” তাঁর মতে, মেসি নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়ায় দর্শকরা হতাশ হন, যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
লিটল মাস্টার আরও উল্লেখ করেন যে, হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে মেসির অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কারণ সেখানে উভয় পক্ষই প্রতিশ্রুতি রক্ষা করেছিল। তাই কলকাতার ঘটনার জন্য শুধুমাত্র স্থানীয় উদ্যোক্তা বা দর্শকদের দোষ না দিয়ে মেসির দিক থেকেও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
গাভাসকর এই প্রসঙ্গে আইসিসি-র সম্প্রচার স্বত্ব নিয়ে সাম্প্রতিক গুজবের উদাহরণও টানেন। তিনি বলেন, ইংল্যান্ড বা আমেরিকার সংবাদমাধ্যম বা জনগণ কখনোই ইংলিশ প্রিমিয়ার লিগ বা উইম্বলডনের মতো ইভেন্ট নিয়ে নেতিবাচক খবর রটায় না। অথচ ভারতে, কিছু ভিউ বা হেডলাইনের জন্য ভারতীয়রাই ভারতীয় ক্রিকেট বা আন্তর্জাতিক ইভেন্টগুলোর দুর্নাম করতে পিছপা হয় না।
সল্টলেক স্টেডিয়ামের (Salt Lake Stadium) ঘটনায় ভারতীয়দের আত্মজিজ্ঞাসার আহ্বান জানিয়ে গাভাসকর বলেন, গঠনমূলক সমালোচনা অবশ্যই প্রয়োজন, কিন্তু ভিত্তিহীনভাবে নিজেদের ইকোসিস্টেম বা দেশের ভাবমূর্তি নষ্ট করা আদতে সিনেমার সেই সংলাপকেই সত্যি প্রমাণ করে-যে আমরা নিজেরাই নিজেদের শত্রু।