কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যু: গ্রেপ্তার ওষুধ প্রস্তুতকারী সংস্থার মালিক

October 9, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৭: মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কাশির সিরাপ খেয়ে একের পর এক শিশুমৃত্যুর খবর প্রকাশ্যে আসে। জানা যায়, সকলেই ‘কোল্ডরিফ’ নামে একটি কাশির সিরাপ খেয়েছিল। ‘স্রেসান ফার্মা’ নামের একটি সংস্থা ওই ওষুধ তৈরি করেছিল। সংস্থার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীররাতে চেন্নাই থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।
মধ্যপ্রদেশে সম্প্রতি ২০জন শিশুর মৃত্যু হয়। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে একই ওষুধ খেয়ে বেশ কয়েকজন শিশুর অসুস্থ হয়ে পড়ার খবর শোনা যায়। অভিযোগ, ‘কোল্ডরিফ’ নামে বিষাক্ত একটি কাশির সিরাপ খেয়ে তাদের মৃত্যু হয়েছে। ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কয়েক দিন ধরে তামিলনাড়ু পুলিশও তাঁকে খুঁজছিল। চেন্নাই থেকে রঙ্গনাথনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, কোল্ডরিফ সিরাপটি মূলত সর্দিকাশি হলে শিশুদের খাওয়ানো হয়। শিশুমৃত্যুর ঘটনার পর সিরাপটিকে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। তাতে দেখা যায়, ওই সিরাপে ৪৮.৬ শতাংশ ডাই-ইথাইল গ্লাইকল রয়েছে। যা কিডনি বিকল করে দিতে পারে। ডিইজি মেশানো ওই সিরাপ লিভার এবং স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। মৃত্যু পর্যন্ত হতে পারে! মধ্যপ্রদেশ ও রাজস্থানে মৃত শিশুদের ক্ষেত্রে এমনটা হয়েছে বলেই মনে করা হচ্ছে।

স্রেসান ফার্মার কারখানা থেকে ডিইজি-র খালি কৌটো উদ্ধার করেন তদন্তকারীরা। জানা যায়, কোল্ডরিফে ৪৬ থেকে ৪৮ শতাংশ ডিইজি মেশানো হচ্ছিল, যেখানে মাত্র ০.১ শতাংশ মেশানোর অনুমোদন রয়েছে। তাছাড়া, স্রেসান ফার্মার জিএমপি শংসাপত্রও ছিল না, তার পরেও তারা ওষুধ তৈরি ও বিক্রি করছিল কী করে? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen