Himachal Pradesh Cloudburst: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ফুঁসছে শতদ্রু, বিপাশা

নিচু এলাকার বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর (IMD) চাম্বা এবং কাংড়া জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

August 27, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৬: মেঘ ভাঙা বৃষ্টির জেরে উত্তর ভারতের একের পর এক রাজ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। বন্যা, ভূমিধস এবং হড়পা বানের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমাচল প্রদেশের কিন্নর জেলার পানউইতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে শতদ্রু নদীর জলস্তর বেড়ে গিয়েছে। বাড়ি, দোকান, হোটেল মুহূর্তের মধ্যে জলের তোড়ে ভেসে যায়। রাজ্যের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। তবে কোনও প্রাণহানির খবর মেলেনি।

নিচু এলাকার বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর (IMD) চাম্বা এবং কাংড়া জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি হয়েছে মান্ডি, কুল্লু, সোলান, সিমলা, বিলাসপুর, উনা, হামিরপুর ও বানজারে। বিপাশা নদীর জলও বিপদসীমার ওপর দিয়ে বইছে। চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক পুরোপুরি জলের নীচে চলে গিয়েছে। বাহাং এলাকায় দোকান, হোটেল এবং বাড়িঘর জলের তোড়ে ভেসে গিয়েছে।

হড়পা বান ও ধসে বিধ্বস্ত মানালি। ভেসে গিয়েছে একাধিক দোকান। ভেঙে পড়েছে বহুতল হোটেল, বাড়ি। ভেসে গিয়েছে মানালির একটি বিখ্যাত হোটেলের একাংশ। শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। মানালি-লে জাতীয় সড়কের বহু জায়গা ধসে গিয়েছে। ধস নেমেছে আরও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। হিমাচলে অন্তত ৭৯৫টি রাস্তা বন্ধ। পর্যটকরা সমস্যায় পড়েছেন। অনেকেই পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন। সড়কপথ অবরুদ্ধ হওয়ায় কেউ ফিরতে পারছেন না। খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে একাধিক উড়ান। হিমাচলে আটকে পড়া পর্যটকরা সমস্যায় পড়েছেন।

ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে মান্ডি জেলায়। ধসের ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানকার প্রায় ৪০টি দোকান ও দুটি বাড়ি। ব্যাহত হয়েছে বিদ্যুৎপরিষেবা। পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কাংড়া, চাম্বা ও লাহুল-স্পিতি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen