Durga Puja 2025: ‘অসুর’ বৃষ্টিকে ডোন্ট কেয়ার, চতুর্থীর সন্ধ্যাতেই রাস্তায় নামল দর্শনার্থীদের ঢল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১০: চতুর্থীর সন্ধ্যায় উৎসবের ঢেউ, কলকাতার রাস্তায় উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। শুক্রবার ছিল অধিকাংশ অফিসের শেষ কর্মদিবস। আগামিকাল শনিবার, কেউ পুরো ছুটিতে, কেউ অর্ধদিবস। ফলে এদিনই কাজ সেরে ঘরমুখো হওয়ার পরিকল্পনায় নেমে পড়েন হাজার হাজার মানুষ। কিন্তু সেই পরিকল্পনা ধাক্কা খায় শহরের যানজটে।
উত্তর থেকে দক্ষিণ- শোভাবাজার, বাগবাজার, কুমারটুলি, চেতলা, সুরুচি, বেহালা-সহ প্রতিটি প্যান্ডেলে ছিল উপচে পড়া ভিড়। ঠাকুর দর্শন, শেষ মুহূর্তের কেনাকাটা, আর বন্ধু-পরিবারের সঙ্গে সময় কাটাতে শহরজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
বাসের সংখ্যা কম, স্ট্যান্ড বদল, অটো চলাচলে নিষেধাজ্ঞা, সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে। মেট্রোতেও ছিল অতিরিক্ত ভিড়, ফলে বহু অফিসযাত্রী ট্রেন ধরতে গিয়ে একের পর এক শিডিউল মিস করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, চতুর্থীর দিন ভ্যাপসা গরমের সঙ্গে ছিল মেঘলা আকাশ। তবে বৃষ্টি হয়নি, ফলে ঠাকুর দেখার পরিকল্পনায় জল পড়েনি। সব মিলিয়ে, যানজট আর ভোগান্তির মাঝেও শহরজুড়ে ‘অসুর’ বৃষ্টিকে হারিয়ে চতুর্থী দখল নিল দুর্গাবাহিনী। পুজোর পরবর্তী দিনগুলোতে আবহাওয়া ও যানবাহন পরিস্থিতি কেমন থাকবে, এখন সেই দিকেই তাকিয়ে শহরবাসী।