লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল, ব্যহত ওই শাখার রেল চলাচল

এই ঘটনার জেরে হাওড়া-আমতা শাখায় রেল চলাচল ব্যাহত হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

February 23, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুত হল হাওড়া-আমতা লোকাল। মাজু হল্ট স্টেশনে ঢোকার আগে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, লোকালটির গতি কম থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে কয়েক জনের অল্পবিস্তর আঘাত লেগেছে।

লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল

বেলাইন হয়ে যাওয়া তিনটি কামরা সরানোর চেষ্টা চলছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার পরই ঘটনাস্থলে যান দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনার পর রেললাইনে ফাটল দেখা যায়। রেললাইনে ফাটলটি আগে থেকেই ছিল নাকি লাইনচ্যুত হওয়ার পর রেললাইনে ফাটল ধরল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও আদিত্য চৌধুরী। এই ঘটনার জেরে হাওড়া-আমতা শাখায় রেল চলাচল ব্যাহত হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen