ঢাকার রাজপথে উত্তেজনা, ঝটিকা মিছিল আওয়ামী লীগের, গ্রেপ্তার ১৩১

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৫০: অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ফের রাজপথে ঝটিকা মিছিল করল শেখ হাসিনার (Sheikh Hasina) দল আওয়ামী লীগ (Awami League)। মঙ্গলবার দুপুরে রাজধানীর একাধিক এলাকায় দলীয় কর্মীদের মিছিল ঘিরে ছড়াল উত্তেজনা। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ‘নিষিদ্ধ’ ঘোষিত রাজনৈতিক দলের পক্ষে মিছিল করার অভিযোগে ১৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা-১১ এলাকায় মিছিল চলাকালীন বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। পুলিশের দাবি, জমায়েত থেকে বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট, মতিঝিল, তেজগাঁও, ধানমন্ডি, শেরেবাংলা নগর, পল্টনসহ একাধিক এলাকায় মিছিলের চেষ্টা হয়, যার বেশিরভাগই পুলিশি বাধায় থেমে যায়।
২০২৪ সালের ১০ মে গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞার পর থেকেই দলটির তৎপরতা বেড়েছে। শেখ হাসিনার সোশ্যাল মিডিয়া বার্তায় ‘প্রতিরোধ’-এর ডাক পাওয়ার পর থেকেই ঢাকায় (Dhaka) একাধিক ঝটিকা মিছিল সংগঠিত হচ্ছে।
এ পর্যন্ত হাজারেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবারের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গুলশন, ধানমন্ডি, শাহবাগ, মোহাম্মদপুর, মতিঝিল-সহ একাধিক থানার আওতাধীন এলাকা থেকে আটক কর্মীরা।