অস্টেলিয়ার বিরুদ্ধে জিতলেও প্রশ্ন রয়ে গেল ভারতীয় দলে! চিন্তা বাড়াচ্ছে একাধিক ইস্যু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৫: গোল্ড কোস্টে চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই জয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একাধিক প্রশ্নের মুখে পড়েছে “মেন ইন ব্লু”।
বোলারদের দাপটেই জয়:
ব্যাটাররা যখন বড় রানের ভরসা দিতে পারেননি, তখন ভারতের জয় এনে দিলেন বোলাররা। মাত্র ১৬৮ রানের টার্গেট দিয়েও দারুণভাবে ম্যাচ ঘুরিয়ে দিলেন তারা। শিবম দুবে দুই ওভারে দুই উইকেট তুলে নেন, গুরুত্বপূর্ণ উইকেট মার্শ ও টিম ডেভিডের। ওয়াশিংটন সুন্দর পেলেন ৩ উইকেট মাত্র ৩ রানে, আর বুমরাহ, অর্শদীপ ও চক্রবর্তী নিলেন একটি করে উইকেট। ফলে ৪ ওভার হাতে রেখেই জয় পায় ভারত।
গিলের ফর্ম নিয়ে প্রশ্ন:
শুভমন গিলের টি-টোয়েন্টি পারফরম্যান্স এখন উদ্বেগের কারণ। ১১ ইনিংসে ২৩০ রান, কোনো অর্ধশতক নেই—এমন পরিসংখ্যান তাঁকে প্রশ্নের মুখে ফেলেছে। ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ধরা হলেও তাঁর ধারাবাহিকতার অভাব এখন বড় চিন্তার বিষয়।
অভিষেকের উপর অতিনির্ভরতা:
অভিষেক শর্মা ২০২৫ সালে ভারতের অন্যতম সফল ব্যাটার, কিন্তু পুরো দলটি যেন তাঁর ওপর অতিনির্ভর হয়ে পড়ছে। চার ম্যাচে তাঁর স্কোর ১৯, ৬৮, ২৫ ও ২৮—মাঝারি মানের পারফরম্যান্সে দলের শুরুটা ভালো হলেও ধারাবাহিকতা নেই।
ক্যাপ্টেন সূর্যকুমারের ফর্ম চিন্তার:
সূর্যকুমার যাদব ২০২৫ সালে এখন পর্যন্ত মাত্র ১৮৪ রান করেছেন, গড় মাত্র ১৫.৩৩। এক বছরেরও বেশি সময় ধরে টি-টোয়েন্টিতে তাঁর অর্ধশতক নেই। নেতৃত্বে আছেন, কিন্তু ফর্মে নেই—বিশ্বকাপের আগে এটিই ভারতের সবচেয়ে বড় চিন্তা।
রিঙ্কু, সঞ্জু ও দুবের ভূমিকা নিয়ে ধোঁয়াশা:
রিঙ্কু সিং এখনও একাদশে সুযোগ পাননি, সঞ্জু সামসনের জায়গাও এখন অনিশ্চিত। অন্যদিকে শিবম দুবের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে—তিনি আসলে ব্যাটার না বোলার?
সব মিলিয়ে সিরিজে এগিয়ে থেকেও ভারতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—স্থির দল নির্বাচন ও ফর্মে ফিরে আসা। কারণ, বিশ্বকাপের আগে সময় কিন্তু ফুরিয়ে আসছে।