“ECI বিজেপির ব্যাক অফিসে পরিণত হয়েছে”, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

November 13, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: বুথ লেভেল এজেন্ট (BLA) সংক্রান্ত নিয়ম বদলের পর ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলীয় এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেল থেকে কমিশনকে সরাসরি আক্রমণ করে তৃণমূল লেখে, “ECI: Extremely Compromised Institution.”

পোস্টে তৃণমূল (TMC) অভিযোগ করেছে, নির্বাচন কমিশন এখন বিজেপির “ব্যাক অফিসে” পরিণত হয়েছে। দলটির দাবি, কমিশন নিরপেক্ষতার মুখোশ পরে মোদী-অমিত শাহ জুটির নির্দেশই কার্যকর করছে।

তৃণমূলের বক্তব্য, বুথ স্তরে সংগঠনের ঘাটতি ঢাকতে বিজেপি কমিশনের সাহায্য নিচ্ছে। পোস্টে লেখা হয়েছে, “যখন বিজেপি বুথ স্তরে সংগঠিত হতে ব্যর্থ, তখন পরাজয় স্বীকার না করে তারা রেফারিকেই বদলে দিয়েছে।”

দলের অভিযোগ, বিজেপি (BJP) দাবি করেছিল তারা বিএলএ নিয়োগে এগিয়ে রয়েছে, আর সেই দাবি “গোদি মিডিয়া” সুসংবাদ (gospel) বা সত্য বলে প্রচার করেছিল। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, বিপুল সংখ্যক বুথে তারা এজেন্ট দিতে পারেনি। আর সেই পরিস্থিতি ঢাকতেই কমিশন রাতারাতি নিয়ম পাল্টেছে।

তৃণমূলের দাবি, আগে নিয়ম ছিল প্রতিটি বুথে সেই বুথের ভোটারকেই বিএলএ (BLA) হিসেবে নিয়োগ করতে হবে। কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী এখন একই বিধানসভা কেন্দ্রের যেকোনও অংশ থেকে বিএলএ আনা যাবে। দলের বক্তব্য, “এই পরিবর্তন মানে হল বুথে বহিরাগতদের প্রবেশের অনুমতি। এতে ভয় দেখানো, ভোটে কারচুপি আর দলীয় হস্তক্ষেপের আশঙ্কা বাড়বে।”

পোস্টে আরও বলা হয়েছে, “ভোটকেন্দ্রের পবিত্রতা হল গণতন্ত্রের শেষ প্রতিরক্ষা প্রাচীর। কমিশন সেই প্রাচীর ভেঙে দেওয়ার হাতিয়ার তুলে দিয়েছে যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তাদের হাতে।”

তৃণমূল অভিযোগ করছে, বিজেপির স্বার্থে কমিশন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, অন্যদিকে কমিশনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen