বাংলার ২ কোটি ভোটারের নাম বাদের আশঙ্কা? কমিশনের ‘SIR’ পদ্ধতি নিয়ে ক্ষোভ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: নির্বাচন কমিশনের বিশেষ শুনানির মুখে পড়তে হতে পারে রাজ্যের প্রায় ২ কোটি মানুষ। রাজ্যে SIR পদ্ধতির নামে ভোটারদের নাম বাদের চক্রান্তের প্রশ্ন তুলে কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠল তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ SIR প্রক্রিয়ার-এর দোহাই দিয়ে রাজ্যের এই বিপুল সংখ্যক ভোটারকে হয়রানি করছে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission)।
সোমবার X হ্যান্ডেলে (টুইট) একটি পোস্টে তৃণমূল কংগ্রেস বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনের (Election Commission Of India) বিরুদ্ধে আঁতাতের অভিযোগ তোলে। দলের তরফে দাবি করা হয়, “বাংলার প্রায় ২ কোটি ভোটারকে এখন তথাকথিত ‘SIR প্রসেস’-এর অধীনে শুনানিতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। প্রায় ৩০ লক্ষ প্রকৃত ভোটার, যাদের তথ্যের সঙ্গে পুরনো তালিকার মিল পাওয়া যাচ্ছে না এবং আরও ১ কোটি ৬০ লক্ষ মানুষ, যাদের তথ্যে ‘ত্রুটি’ বা ‘অযৌক্তিক দাবি’র তকমা লাগানো হয়েছে-তাদের সন্দেহের তালিকায় ফেলা হচ্ছে।”
তৃণমূলের অভিযোগ, এটি কোনও সাধারণ যাচাইকরণ প্রক্রিয়া নয়, বরং ভোটারদের ভয় দেখানো এবং ভোটার তালিকা (Voter list) থেকে গণহারে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। দলের তরফে আরও বলা হয়, “বাঙালির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং ভীতি সৃষ্টি করে বাংলা অধিকার কেড়ে নেওয়াই এর লক্ষ্য। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার প্রতিটি ভোটারের অধিকার রক্ষা করা হবে।”
অন্যদিকে, সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে যে রাজ্যের প্রায় ৩০ লক্ষ ভোটারের তথ্যের সঙ্গে ২০০২ সালের বাংলার SIR রোল বা অন্য কোনও রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের পুরনো তথ্যের কোনও মিল পাওয়া যাচ্ছে না। আগামী ১৬ ডিসেম্বরের পর এই ভোটারদের শুনানির জন্য ডাকা হতে পারে। এর সঙ্গে আরও প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারী রয়েছেন, যাদের ফর্মে বিভিন্ন ভুল বা অসংগতি রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের মোট ভোটারের প্রায় ৪ শতাংশকে শুনানির জন্য নির্বাচনী আধিকারিকদের (ERO/AERO) সামনে হাজির হতে হবে। যারা ফর্মে পিতামাতার লিঙ্কেজ না দিয়ে অন্য আত্মীয়ের নাম দিয়েছেন, তাদেরও ডাকা হবে। ফলে শুনানির জন্য ডাকা মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।
১৬ ডিসেম্বরের পর যখন এই শুনানি প্রক্রিয়া শুরু হবে, তখন পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগে থেকেই রাজ্যের শাসক দল হুঁশিয়ারি দিয়েছে বলেছে যে, কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে অভিযান হবে।
The @BJP4India–Election Commission nexus is attempting something sinister:
2 crore voters of Bengal will now be dragged into hearings under the so-called
‘SIR Process’. Around 30 lakh genuine voters whose records mysteriously “don’t match” old rolls, and another 1.6 crore… pic.twitter.com/zF1rmftLG4— All India Trinamool Congress (@AITCofficial) December 15, 2025