সন্দীপ রায়ের হাত ধরে ফের বড়পর্দায় ফেলুদা

গত বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেলুদা ও প্রফেসর শঙ্কুর দু’টি গল্প নিয়ে একটি ছবির ঘোষণা করেছিলেন সন্দীপ।

December 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বছর শেষে ফেলুদা ভক্তদের কাছে এর থেকে ভালো খবর আর কীই বা হতে পারে! হ্যাঁ, বড়পর্দায় ফিরছেন প্রদোষচন্দ্র মিত্র। ফেলুদা সিরিজের নতুন ছবির কাজে হাত দিতে চলেছেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। এবারের গল্প ‘হত্যাপুরী’। প্রযোজনায় এসভিএফ। পাঁচ বছর আগে সন্দীপ পরিচালিত এই সিরিজের শেষ ছবি ছিল ‘ডবল ফেলুদা’। দীর্ঘ সময় পর ফের বাঙালির প্রিয় প্রাইভেট ডিটেকটিভকে পর্দায় হাজির করতে পেরে তিনি উচ্ছ্বসিত। বললেন, ‘দীর্ঘদিন পর আবার ফেলুদার ছবির কাজে হাত দিতে পেরে আমার খুবই আনন্দ হচ্ছে। এবার সময়মতো সব কিছু শেষ করে শ্যুটিং করা যায় কি না এখন সেটাই চিন্তার বিষয়।’

গত বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেলুদা ও প্রফেসর শঙ্কুর দু’টি গল্প নিয়ে একটি ছবির ঘোষণা করেছিলেন সন্দীপ। প্রস্তুতিও অনেকটা এগিয়েছিল। কিন্তু পরিচালক জানালেন, ‘ওই ছবিটা আমরা পরে করব। ফেলুদার শেষ ছবি বড়পর্দায় মুক্তির পর অনেকটা সময়ও পেরিয়ে গিয়েছে। তাই আগে এই ছবিটা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ফেলুদা, জটায়ু ও তোপসের ভূমিকায় কারা অভিনয় করবেন? এটাই এখন আসল প্রশ্ন। চলতি বছর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজে এই তিন চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র। দর্শকমহলে প্রশংসিত হয়েছে তাঁদের অভিনয়। এছাড়া, বিগত দিনে ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তর নামও বারবার উঠে এসেছে। এই প্রসঙ্গে সত্যজিৎ-পুত্রের জবাব, ‘মূল চরিত্রের অভিনেতাদের নিয়ে ভাবনাচিন্তা চলছে। চূড়ান্ত হলে জানানো হবে।’ গল্পের শর্ত মেনে কলকাতা ছাড়াও শ্যুটিং হবে পুরী ও ভুবনেশ্বরে। আগামী বছর মার্চ মাস নাগাদ তা শুরু হওয়ার কথা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen