ফের কলকাতায় অগ্নিকাণ্ড! পুড়ে ছাই যোধপুর পার্ক বাজারের একাধিক দোকান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বাজারে হঠাৎই আগুন লাগে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বাজারের একাধিক দোকানে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দোকানগুলোর অধিকাংশই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন, চলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দোকানগুলোর ছাদ থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে, আর স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটোছুটি করছেন।
দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া সম্ভব হয়। তবে আগুন লাগার জায়গার আশেপাশে ছিল সর্ষের তেলের ঘানি ও অন্যান্য দাহ্য বস্তুতে ঠাসা দোকান, যা আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়। কাছেই ছিল মাছ বাজারও, ফলে দুর্গন্ধ ও ধোঁয়ার কারণে গোটা এলাকা ঢেকে যায়। সূত্রের খবর, একটি দশকর্মার দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে।
এই ঘটনার কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি বহুতলের ছাদে আগুন লেগেছিল। সেখানে ছাদে একটি হোটেল ছিল, যা ক্ষতিগ্রস্ত হয়।
যোধপুর পার্কের অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলেই মনে করা হচ্ছে। দমকল বিভাগ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর।