কমিশনের হুঁশিয়ারির জের, কাজ যোগ দিলেন অনিচ্ছুক BLO-দের একাংশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:২৫: অবশেষে কাজ যোগ দিলেন অনিচ্ছুক ব্লক লেভেল অফিসারদের (BLO) একটি বড় অংশ। নির্বাচন কমিশনের হুঁশিয়ারির কারণেই কি নির্ধারিত সময় বেলা বারোটার আগে কাজে যোগ দিলেন অনিচ্ছুক ব্লক লেভেল অফিসারদের অনেকে? জানা গিয়েছে, যাঁরা এখনও দায়িত্বভার গ্রহণ করেননি, তাঁদের নামের তালিকা তৈরি হচ্ছে। আজ, বৃহস্পতিবার বিকেলে কমিশনের হাতে পৌঁছবে সে তালিকা। তার প্রেক্ষিতে শৃঙ্খলাভঙ্গের তদন্ত ও সম্ভাব্য প্রশাসনিক পদক্ষেপ শুরু হতে পারে।
মঙ্গলবার থেকে বাংলা-সহ ১২ রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন, কিন্তু বুধবার পর্যন্ত বহু BLO কাজে যোগ না-দেওয়ায় কড়া অবস্থান নেয় কমিশন। সাফ জানানো হয়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দায়িত্ব না-নিলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরপর অনিচ্ছুক BLO-রা কাজে যোগ দিচ্ছেন বলে খবর।
BLO এক্যমঞ্চ সূত্রে খবর, ১৪৫ জন BLO কাজে যোগ না-দিলে নিলম্বিত করা হবে এবং বিভাগীয় তদন্ত হবে, বলে কমিশন জানিয়েছিল। এরপরই অধিকাংশ BLO-রা কাজে ফিরেছেন। যাঁরা অসুস্থ তাঁদের অব্যহতির আর্জি জানানো হয়েছে। কমিশনের রিপোর্টে উঠে আসে, শিক্ষকদের অনেকেই নির্ধারিত সময়ে কাজে যোগ দেননি। ফলে ভোটার তালিকা সংশোধনের কাজে গতি আনতে সমস্যায় পড়ছিল প্রশাসন। ৩০ অক্টোবরের মধ্যে কেউ কাজে যোগ না-দিলে তাঁর নামের তালিকা পাঠাতে হবে কমিশনে। সেই নির্দেশের পরই হুঁশিয়ারি কার্যকর হতে শুরু করে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই একের পর এক অনিচ্ছুক বিএলও কাজে ফিরছেন।