পুজোর বক্স অফিসে মহারণ: ‘রঘু ডাকাত’-এর ঝড়ে উড়ল ‘রক্তবীজ ২’, নতুন খেলায় নামল দেবী চৌধুরানি ও যত কাণ্ড কলকাতাতেই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: দুর্গাপুজো মানেই বাঙালির কাছে শুধুই মণ্ডপ সজ্জা, ঠাকুর দেখা,ঢাকের আওয়াজ আর দেদার হইহুল্লোড়, সঙ্গে থাকে পেটপুজো, আড্ডা এবং অবশ্যই সিনেমা দেখা। প্রতিবছর পুজোর মরশুমে প্রেক্ষাগৃহে জমে ওঠে নতুন এক যুদ্ধ। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বড় বাংলা ছবি দেবের ‘রঘু ডাকাত’, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’, অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ এবং প্রসেনজিৎ-শ্রাবন্তী অভিনীত ‘দেবী চৌধুরানি’।
প্রথম দফার লড়াইটা ছিল মূলত দুই ছবির মধ্যে দেবের ‘রঘু ডাকাত’ বনাম শিবপ্রসাদ -নন্দিতা রায়ের‘রক্তবীজ ২’। শুরু থেকেই মুক্তির তারিখ নিয়ে ছিল প্রবল চমক। ২৬ সেপ্টেম্বর ঠিক হলেও দেব ট্রেলার লঞ্চের দিন ঘোষণা করেন ২৫ সেপ্টেম্বরই মুক্তি পাবে তাঁর ছবি। এর পরদিনই শিবপ্রসাদও ঘোষণা করেন, ‘রক্তবীজ ২’ আসছে একই দিনে। বোঝাই গেল, কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।
Sacnilk-এর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে ‘রঘু ডাকাত’ আয় করেছে ৪৫ লাখ টাকা, অন্যদিকে ‘রক্তবীজ ২’ সংগ্রহ করেছে মাত্র নেট ১৫ লাখ। দ্বিতীয় দিনে দেবের ছবির কালেকশন প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৮২ লাখে। ‘রক্তবীজ ২’-এর আয়ও বেড়ে দাঁড়ায় ৩৯ লাখে। তবে দেব নিজের রেকর্ড ভাঙতে পারেননি। তাঁর ও শুভশ্রীর বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ ছবির প্রথম দিনের আয় ছিল ঐতিহাসিক ১ কোটি ১৫ লাখ।
২৬ তারিখে মুক্তি পায় আরও দুটি বাংলা ছবি অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ (প্রথম দিনের নেট আয় ৬ লাখ) এবং ‘দেবী চৌধুরানি’ (৭ নেট লাখ)। ফলে প্রতিযোগিতা এখন চতুর্মুখী।
এখানে জানা দরকার, গ্রস কালেকশন হলো টিকিট বিক্রি থেকে মোট আয় যার মধ্যে করসহ সব খরচ যুক্ত থাকে। আর নেট কালেকশন হলো কর বাদ দিয়ে প্রযোজক-পরিবেশকের হাতে পৌঁছানো আসল মুনাফা।