বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু মুর্শিদাবাদের ৪ পরিযায়ী শ্রমিকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১৫: বেঙ্গালুরুর (bangalore) একটি শ্রমিক আবাসনে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডে (gas cylinder explosion) মৃত্যু হল মুর্শিদাবাদ (murshidabad) জেলার চার পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার ভোরবেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট সাতজন শ্রমিক অগ্নিদগ্ধ হন। তাঁরা সকলেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে গিয়েছিলেন এবং একটি ঘরে একসঙ্গে থাকতেন। ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন ছড়িয়ে পড়ে, তখন তাঁরা ঘুমন্ত অবস্থায় ছিলেন।
দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে দ্রুত ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে চারজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিনজনের বাড়ি বহরমপুর থানার নগ্রাজল পাঁচ পীরতলা ও রাজধর পাড়া এলাকায়- তাঁরা হলেন সাজিদুল শেখ, মিনারুল শেখ এবং জিয়াবুর শেখ। চতুর্থ ব্যক্তি, জাহিদ শেখ, হরিহরপাড়া থানার খিদিরপুর এলাকার বাসিন্দা। তাঁদের শারীরিক অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালালেও শেষপর্যন্ত হার মানতে হয়।
অন্য তিনজন শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁদের অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে। মৃতদের পরিবারে ইতিমধ্যেই খবর পৌঁছে দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, যা শনিবার সম্পন্ন হবে। তারপর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ বাংলার ৬ পরিযায়ী শ্রমিক
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে মৃতদের গ্রামে। কান্নায় ভেঙে পড়েছেন তাঁদের পরিবার-পরিজন। পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক আসিফ ফারুক এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে প্রশাসনিক সাহায্য দেওয়ার আবেদন জানিয়েছেন।
এই ঘটনা ফের একবার পরিযায়ী শ্রমিকদের (Migrant worker) নিরাপত্তা ও আবাসন ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণের ঘোষণা না হলেও, বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর।