চাকরি প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন গোয়ার মন্ত্রী, অভিযোগ বিজেপি বিধায়কের
গোয়ার বিজেপি সরকারের পূর্তমন্ত্রীর বিরুদ্ধে মারত্মক অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক

ভোট যত এগিয়ে আসছে, তত একের পর এক সমস্যা বাড়ছে গোয়া বিজেপির (Goa BJP)। গোয়ার বিজেপি সরকারের পূর্তমন্ত্রীর বিরুদ্ধে মারত্মক অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক। পানাজির বিজেপি বিধায়ক আতানাসিও মনসেরাতে (Atanasio Monserrate) অভিযোগ করেন গোয়া সরকার পূর্তমন্ত্রী দীপক পাউস্কার (Deepak Pauskar) ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য ২৫-৩০ লক্ষ টাকা চেয়েছিলেন।
শনিবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করার পানাজিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিধায়ক মনসেরাতে। সেখানে তিনি বলেন, “আমি সরাসরি বলতে চাই, গোয়ার পূর্তমন্ত্রী নিয়োগে বিনিময়ে অনেকের থেকে টাকা নিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমার স্পষ্ট মনে আছে, দুটি নিয়োগের তালিকা ছিল। প্রথমে একটি তালিকায় যে চাকরি প্রার্থীর নাম ৩ নম্বরে ছিল পরবর্তীকালে দেখা গিয়েছে তিনিই জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছেন।” তিনি বলেন, “আমার কাছে প্রমাণ আছে প্রত্যেক পদের জন্য পূর্তমন্ত্রীকে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। যে বেশি দাম দিয়েছে তাঁকেই পদগুলি বিক্রি করেছেন মন্ত্রী। তিনি এই অনিয়মে সরাসরি যুক্ত।”
উল্লেখ্য, আগামী বছরের শুরুতেই গোয়াতে বিধানসভা নির্বাচন। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুরের সঙ্গে গোয়াতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পাঁচ রাজ্যের নির্বাচন জয় বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গোয়াতে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বে বিজেপির সরকার রয়েছে। গোয়াতে এতদিন মূলত কংগ্রেস বিজেপি লড়াই ছিল। তবে বাংলা জয়ের পর জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা বাড়ানোর লক্ষ্যে গোয়াতে ঝাঁপিয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।
ইতিমধ্যেই কংগ্রেস ভেঙে প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফ্যালেরিওকে দলে নিয়েছে তৃণমূল। তাঁকে রাজ্যসভায় পাঠানোর পাশাপাশি দলের সহ সভাপতি দায়িত্বও দিয়েছেন মমতা। অক্টোবর মাসেই তিনি গোয়া সফরে এসেছিলেন। সম্প্রতি আবারও তিনি গোয়া আসবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবালও গোয়া জয়ের স্বপ্ন দেখছেন। বলা বাহুল্য কংগ্রেসের পাশাপাশি তৃণমূল ও আম আদমি পার্টি এই ইস্যুতে বিজেপি করবে। আগমী দিনে এই অভিযোগ কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে সকলের।