দুঃসময়ে রোহিত শর্মার জন্য এল সুখবর! কী সেই খবর?
লাল বলের ক্রিকেটে তাঁর কেরিয়ার নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাল বলের ক্রিকেটে তাঁর কেরিয়ার নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ফিরেও রান পাননি। এত দুঃসময়ের মধ্যেও সুসংবাদ পেলেন ভারতীয় দলের অধিনায়ক। আইসিসির বেছে নেওয়া টি-২০’র বর্ষসেরা দলে ঠাঁই পেলেন রোহিত শর্মা।
আজ শনিবার ২০২৪ বর্ষসেরা টি২০ টিম ঘোষণা করেছে আইসিসি। তাতে দেখা গেল দলের ব্যাটন রয়েছে হিটম্যানের হাতে। পাশাপাশি এই টিমে ভারতীয় দল থেকে জায়গা পেয়েছেন আরও তিন খেলোয়াড়।
রোহিত শর্মা ছাড়াও এই দলে জায়গা পেয়েছেন বুমরাহ, অর্শদীপ ও হার্দিক পান্ডিয়া। এছাড়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে মাত্র একজন করে খেলোয়াড় এই তালিকায় স্থান পেয়েছেন। তবে বিরাট কোহলির নাম এই দলের প্রথম একাদশে রাখা হয়নি।
আইসিসি নির্বাচিত এই দলে কারা কারা সুযোগ পেলেন, দেখে নিন। রোহিত শর্মা (অধিনায়ক)-ভারত, ট্র্যাভিস হেড- অস্ট্রেলিয়া, ফিল সল্ট-ইংল্যান্ড, বাবর আজম-পাকিস্তান, নিকোলাস পুরান (উইকেটরক্ষক)-ওয়েস্ট ইন্ডিজ, সিকান্দার রাজা-জিম্বাবুয়ে, হার্দিক পান্ডিয়া-ভারত, রশিদ খান-আফগানিস্তান, ওয়ানিন্দু হাসরাঙ্গা-শ্রীলঙ্কা, জসপ্রীত বুমরাহ-ভারত, অর্শদীপ সিং-ভারত।