অক্টোবর-নভেম্বরেই সুখবর! প্রথম সন্তান আসছে ভিকি-ক্যাটের ঘরে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪০: বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল এবার তাদের জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। সূত্রের খবর, ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা এবং তাদের প্রথম সন্তানের আগমন ঘটতে চলেছে অক্টোবর-নভেম্বরের মধ্যে। যদিও এই দম্পতি এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি, তবে সর্বভারতীয় এক সংবাদ সংস্থার এক সূত্র অনুযায়ী খবর যে সুখবর আসন্ন।
গত কয়েক মাস ধরে ক্যাটরিনার গর্ভাবস্থার গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এই জল্পনা বাড়তে থাকায় ক্যাটরিনা নিজেকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন। জানা গেছে, সন্তান জন্মের পর তিনি দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন এবং সম্পূর্ণভাবে সন্তানকে সময় দেওয়ার পরিকল্পনা করছেন। সূত্র আরও জানিয়েছে, তিনি একজন হ্যান্ডস-অন মা হতে চান এবং মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান।
এর আগে Bad Newz ছবির ট্রেলার লঞ্চের সময় ভিকি কৌশলকে যখন এই গর্ভাবস্থার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি হাসিমুখে বলেন,
“যদি কোনও সুখবর থাকে, আমরা অবশ্যই সেটা আপনাদের জানাব। কিন্তু এখনই এসব জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। আপাতত আমাদের নতুন ছবি ‘Bad Newz’ উপভোগ করুন। যখন আসল ‘গুড নিউজ’ আসবে, তখন আমরা সবার সঙ্গে সেটা শেয়ার করব।”
ক্যাটরিনা এবং ভিকি ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় এক অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের পর থেকে এই দম্পতি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করে ভক্তদের মুগ্ধ করেছেন।
কাজের দিক থেকে বর্তমানে ভিকি কৌশলকে শেষবার দেখা গেছে ঐতিহাসিক পিরিয়ড ড্রামা ছাভা-তে। অন্যদিকে ক্যাটরিনা কাইফকে সর্বশেষ দেখা গেছে বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবিতে।
ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য। বলিউডের এই পাওয়ার কাপল নতুন জীবনের এই যাত্রা শুরুর আগে শুভেচ্ছায় ভাসছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে দীপাবলির উৎসবের সময়েই তাদের ঘর আলো করে আসতে পারে নতুন অতিথি।