সোনার পাহাড়ের দ্বন্দ্ব ভুলে অবশেষে কীভাবে গলল পরম-পাভেলের সম্পর্কের বরফ?

৫ বছর পর সেই বিবাদে ছেদ পড়েছে। সম্প্রতি ‘হাওয়া বদল ২’ ছবির মহরৎ করেছেন পরমব্রত

August 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাঁচ বছর আগে ‘সোনার পাহাড়’ মুক্তির পর পরিচালক পরমব্রতের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েছিল ছবির লেখক পাভেল। তাঁর অভিযোগ ছিল, ছবিটি তাঁর লেখা হলেও পরিচালক প্রকাশ্যে সেটা স্বীকার করেননি।

কিন্তু ৫ বছর পর সেই বিবাদে ছেদ পড়েছে। সম্প্রতি ‘হাওয়া বদল ২’ ছবির মহরৎ করেছেন পরমব্রত। সেই ছবিটি লিখেছেন লেখক পাভেল।

কীভাবে গলল পরম এবং পাভেলের সম্পর্কের বরফ?

লেখক জানিয়েছেন, খুব ঝগড়া হয়েছিল একসময়। পরমব্রত এক সাক্ষাৎকারে যখন তার নামটা পর্যন্ত নেয় নি তখন রাগ হয়েছিল তাঁর। পরে কিন্তু এক অনুষ্ঠান মঞ্চে ভাই বলে সম্বোধন করার পর পরম এবং পাভেলের সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করে। এর বেশ কয়েকদিন পর পরমব্রত লেখককে ‘হাওয়া বদল ২’ লেখার জন্য অনুরোধ করেন।

প্রসঙ্গত, এই হাওয়া বদল ছবিতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। জানা গেছে আপাতত পাভেল নতুন ছবির কাজে মনোযোগ দিয়েছেন। আগামী বছর বড় মাপের ছবি তৈরির পরিকল্পনা রয়েছে পাভেলের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen