রাজ্যে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে হিরানন্দানি গ্রুপ
হিন্দমোটরে মোটর গাড়ি কারখানার জমিতে ওই প্রকল্প গড়ে তোলা হবে। এ ব্যাপারে হিন্দুস্থান মোটরসের সঙ্গে মউ স্বাক্ষর করেছে তারা। মুখ্যমন্ত্রীর আন্তরিক চেষ্টাতেই রাজ্যে এই বিপুল অঙ্কের বিনিয়োগ আসছে, দাবি সংস্থাটির।

রাজ্যের শিল্প মুকুটে নতুন পালক। হুগলির উত্তরপাড়া এলাকায় দু’টি প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে হিরানন্দানি গ্রুপ (Hiranandani Group)। হিন্দমোটরে মোটর গাড়ি কারখানার জমিতে ওই প্রকল্প গড়ে তোলা হবে। এ ব্যাপারে হিন্দুস্থান মোটরসের সঙ্গে মউ স্বাক্ষর করেছে তারা। মুখ্যমন্ত্রীর আন্তরিক চেষ্টাতেই রাজ্যে এই বিপুল অঙ্কের বিনিয়োগ আসছে, দাবি সংস্থাটির। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডেটা সেন্টার তৈরি করবে হিরানন্দানি গ্রুপ। সেখানে এক হাজার মানুষের কর্মসংস্থান হবে। আগামী ২০২৩ সালের মধ্যে ওই বিনিয়োগ আসবে রাজ্যে।
হিরানন্দানি গ্রুপের নিজস্ব সংস্থা ‘গ্রিনবেস’ হিন্দমোটরে তৈরি করবে একটি লজিস্টিকস পরিকাঠামো। মূলত পণ্য মজুতকরণের জন্য তৈরি হলেও, তার সঙ্গে থাকবে নানা সুবিধা। আন্তর্জাতিক মানের এই পরিকাঠামোয় ৩০ লক্ষ বর্গফুট জায়গা রাখা হবে। এর সঙ্গে যে ডেটা সেন্টার তৈরি হওয়ার কথা, তা গড়বে হিরানন্দানি গ্রুপের আরও একটি সংস্থা ‘ইয়োট্টা ইনফ্রাস্ট্রাকচার’। এই সেন্টার গড়তে তারা মোট ছ’টি বাড়ি বানাবে। গোটা প্রকল্পটির জন্য নেওয়া হবে ১০০ একর জমি। গ্রুপের সিইও দর্শন হিরানন্দানি বলেন, মুখ্যমন্ত্রীর আন্তরিকতার পাশাপাশি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সুবিধা হল, এই রাজ্য পূর্বাঞ্চলের গেটওয়ে। সেই সঙ্গে যে জায়গাটিকে বাছা হয়েছে, তার সঙ্গে রেল, রাস্তা এবং নদীপথের যোগাযোগ আছে।
এদিন রাজারহাট, কল্যাণী ও সল্টলেকে মোট চারটি তথ্যপ্রযুক্তি পার্কের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫৩ কোটি টাকা খরচে সেগুলি তৈরি হয়েছে।