IND VS WI: যশস্বীর দুরন্ত ১৭৩, দিল্লিতেও ক্যারিবিয়ানদের চাপে ফেলল ভারত

Photo by Deepak Malik / CREIMAS for BCCI
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৪৬: ভারত প্রথম ইনিংস: ৩১৮/২ (যশস্বী ১৭৩*, সুদর্শন ৮৭, ওয়ারিকান ৬০/২)
মাঠ বদলালেও বদলায়নি ছবিটা। অহমদাবাদের পর দিল্লির ফিরোজ শাহ কোটলায়ও ব্যাট হাতে দাপট দেখালেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩১৮/২, অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল (১৭৩) ও অধিনায়ক শুভমন গিল (২০)। ফের একবার দাপটের সঙ্গে চালকের আসনে টিম ইন্ডিয়া।
টেস্ট অধিনায়ক হিসেবে সপ্তম ম্যাচে প্রথমবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শুভমন। শুরুতে যশস্বী ও লোকেশ রাহুল সাবধানে খেললেও প্রথম ঘণ্টা পেরোতেই ভারতীয় ব্যাটিংয়ে গতি আসে। রাহুল ৩৮ রানে স্টাম্পড হয়ে ফিরলেও যশস্বী নিজের ছন্দে খেলতে থাকেন। সাই সুদর্শনও দুর্দান্ত ব্যাটিং করেন, যদিও ৮৭ রানে এলবিডব্লিউ হয়ে শতরান হাতছাড়া হয় তাঁর।
যশস্বী ১৪৮ বলে শতরান পূর্ণ করেন এবং ইনিংসকে ১৭৩ রানে নিয়ে যান। এটি তাঁর সপ্তম টেস্ট শতরান, যার মধ্যে পাঁচটি ১৫০-র বেশি। দ্বিতীয় দিনে তাঁর দ্বিশতরানের সম্ভাবনা উজ্জ্বল। তুলনায় শুভমন কিছুটা ধীর গতিতে খেলেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বোলাররা সারা দিনে মাত্র দুটি উইকেট তুলতে সক্ষম হন। দ্বিতীয় দিনের খেলায় ভারতের লক্ষ্য থাকবে বড় রানে পৌঁছনো ও ম্যাচে আধিপত্য বজায় রাখা।