১৪২.৮৬ কোটি জনসংখ্যা, চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত: রাষ্ট্রসংঘ

রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝিতে ভারতের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৮৬ লাখের বেশি।

April 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ভারতের জনসংখ্যা, ছবি সৌজন্যে- Reuters

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছরের মাঝামাঝি চীনকে টপকে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের স্বীকৃতি পেতে চলেছে ভারত। বুধবার রাষ্ট্রসংঘের তরফে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝিতে ভারতের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৮৬ লাখের বেশি। অন্যদিকে একই সময়ে চীনের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৫৭ লাখে।

চলিত বছরের মাঝামাঝিতে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৪ কোটি ৫০ লাখে দাঁড়াতে পারে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের তকমা ছিল চীনের দখলে। গত ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো ২০২২ সালে দেশটির জনসংখ্যা সংকুচিত হয়ে আসার খবর পাওয়া যায়। অন্যদিকে ২০২১ সালে ভারতে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে গেছে।

অন্যদিকে জনসংখ্যা নিয়ে রাষ্ট্রসংঘের এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর তা নিয়ে বিবৃতি দেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি বলেন, “আমি শুধু এটুকুই বলতে চাই, জনসংখ্যা বাড়ার সাথে সাথে কর্মক্ষম মানুষের সংখ্যাও বৃদ্ধি পাওয়া দরকার। এখন চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ। তার মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা ৯০ কোটি। আগামী দিনেও আমাদের দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দেশের জনসংখ্যা।” উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই বৃদ্ধ জনতার সংখ্যা লাফিয়ে বাড়ছে চীনে। বাধ্য হয়ে তিন সন্তানের নীতি চালু করেছে সেদেশের সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen