মাঝসমুদ্রে বাংলাদেশি জাহাজের ধাক্কায় ডুবল ভারতীয় ট্রলার, নিখোঁজ ৫ মৎস্যজীবী

December 15, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: ফের উত্তপ্ত ভারত-বাংলাদেশ জলসীমান্ত। ভারতীয় জলসীমায় ঢুকে মৎস্যজীবীদের ট্রলারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের ধাক্কা মারার অভিযোগ উঠল। এই ঘটনায় মাঝসমুদ্রে ডুবে গিয়েছে কাকদ্বীপের ‘এফবি পারমিতা-১১’ নামের একটি ট্রলার। ট্রলারে থাকা ১১ জন মৎস্যজীবীকে (Fisherman) জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, এখনও নিখোঁজ ৫ জন। নিখোঁজদের সন্ধানে গভীর সমুদ্রে জোর কদমে তল্লাশি চালাচ্ছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, রবিবারই কাকদ্বীপ থেকে ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল এফবি পারমিতা-১১। সোমবার ভোর আনুমানিক ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৎস্যজীবীদের দাবি, সেই সময় সমুদ্র ছিল উত্তাল, সঙ্গে ছিল ভোরের কুয়াশা ও আধো অন্ধকার। অভিযোগ, সেই সময়ই ভারতীয় জলসীমার মধ্যে আচমকা হানা দেয় বাংলাদেশ নৌবাহিনীর (Bangladeshi Navy) একটি জাহাজ এবং সজোরে ধাক্কা মারে ভারতীয় ট্রলারটিতে। জাহাজের ধাক্কায় মুহূর্তের মধ্যে এফবি পারমিতা-১১ ট্রলারটি সলিলসমাধি ঘটে।

ঘটনার আকস্মিকতায় ট্রলারে থাকা ১৬ জন মৎস্যজীবীই মাঝসমুদ্রে ছিটকে পড়েন। সৌভাগ্যবশত, ওই ট্রলারের মালিকেরই অন্য একটি ট্রলার সেই সময় আশেপাশেই মাছ ধরছিল। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে তারা দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসে। উত্তাল সমুদ্র থেকে ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু বহু চেষ্টা করেও বাকি ৫ জনের খোঁজ মেলেনি।

এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মৎস্যজীবী সংগঠনগুলি। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি বলেন, “উদ্ধার হওয়া ১১ জন মৎস্যজীবীকে নিয়ে উদ্ধারকারী ট্রলারটি নামখানা ঘাটের দিকে রওনা দিয়েছে। কেন এমন বর্বরোচিত ঘটনা ঘটল, তার তদন্ত হওয়া প্রয়োজন।”

অন্যদিকে, সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “যতদূর খবর পেয়েছি, আমাদের মৎস্যজীবীরা ভারতীয় জলসীমার মধ্যেই ছিলেন। তাঁরা সীমানা অতিক্রম করেননি। তা সত্ত্বেও বাংলাদেশ নৌবাহিনী কেন হামলা চালাল, তা দুর্বোধ্য।”

উদ্ধার হওয়া মৎস্যজীবীরা উপকূলে ফিরলে ঘটনার প্রকৃত বিবরণ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এদিকে, নিখোঁজ ৫ মৎস্যজীবীর খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড। সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের পরিবারের দুশ্চিন্তা ততই বাড়ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে মৎস্যজীবী সংগঠনগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen