শীতের আমেজে শহরে আসছে ‘হাওয়া’! কী বললেন নায়িকা নাজিফা

কলকাতায় বইতে চলেছে হাওয়া, না না উত্তুরে হাওয়ার কথা বলছি না!

December 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতায় বইতে চলেছে হাওয়া, না না উত্তুরে হাওয়ার কথা বলছি না! সে হাওয়া এসে গিয়েছে অনেকদিন। অধুনা কলকাতায় আসছে ওপার বাংলার হাওয়া। সে হাওয়ার দাপট আগেই দেখেছে তিলোত্তমা। এবার আরও সাজো সাজো রবে আসছে হাওয়া। ওপার বাংলার এই ছবিটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাংলাদেশের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর, ভারতে মুক্তি পেতে চলেছে হাওয়া। সেই সংবাদ কলকাতায় এসে জানালেন হাওয়ার নির্মতারা। হাজির ছিলেন ছবি মুখ্য অভিনেত্রী নাজিফা টুশি, ছবি পরিচালক মেজবুর রহমান সুমন এবং ছবির প্রযোজক, উপস্থাপক সংস্থারাও উপস্থিত ছিলেন। যদিও পারিবারিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি ছবির নায়ক তথা দুই বাংলার খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি ফোনের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

কী বললেন চঞ্চল চৌধুরী? কী বললেন ছবির নায়িকা, পরিচালক এবং প্রযোজক, শুনে নিন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen