মনরেগা প্রকল্পের নাম বদল, পুরোপুরি মুছে দেওয়া হচ্ছে মহাত্মা গান্ধীর নাম?

December 15, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৩: মুছে ফেলা হচ্ছে গান্ধীজির নাম! নাম বদলের রাজনীতি করতে বিজেপি রীতিমতো ওস্তাদ। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে চার চারটি বিল। ১০০ দিনের কাজ সংক্রান্ত মনরেগা প্রকল্পের নাম বদলে মন্ত্রিসভা সম্মতি দিয়েছে। শোনা গিয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনে চলা প্রকল্পের (একশো দিনের কাজ) নাম বদলে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা’ করার সংশোধন বিল পাশ হয়েছে। খবর রটতেই প্রকল্পের নাম থেকে ‘মহাত্মা’ বাদ দেওয়া নিয়ে চাপে পড়েছিল গেরুয়া শিবির। এবার জানা যাচ্ছে, গান্ধীজির নামই থাকছে না। নয়া নাম হচ্ছে, ‘দ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), ভিবি জি রাম জি বিল ২০২৫’। বিলটি আগামীকাল পেশ করা হতে পারে।

উল্লেখ্য, প্রথম নাম বদলের গুঞ্জন উঠতেই সুর চড়িয়েছিলেন বিরোধীরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘‘মোদী প্যাকেজিংয়ে মাস্টার। ইউপিএ সরকারের নির্মল ভারত অভিযানের নাম বদলে করেছেন স্বচ্ছ ভারত অভিযান। গ্রামে এলপিজি সিলিন্ডার পৌঁছনর কর্মসূচিকে উজ্জ্বলা যোজনা। আর এখন মহাত্মা গান্ধী নারেগাকে পূজ্য বাপু…। বিষ্ময়ের বিষয়, বিজেপি পণ্ডিত নেহরুকে ঘৃণা করে। এখন মহাত্মা গান্ধীকেও অপছন্দ? তাই তাঁর নামটিই বাদ দিয়ে চাইছেন?’’ তৃণমূলও ক্ষুব্ধ। সমাজ মাধ্যমে তৃণমূলের নেতারা ক্ষোভ উগরে দিয়েছেন ইতিমধ্যেই।

বিরোধীদের মনের ভাব বুঝতে আজ, সোমবার বেলা একটায় হঠাৎই বৈঠক ডেকেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু, আ‌ইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালদের বৈঠকে উপস্থিত থাকার কথা। বিরোধীদের পক্ষে কংগ্রেসের গৌরব গগৈ, তৃণমূলের কাকলি ঘোষদস্তিদার, সমাজবাদী পার্টি ধর্মেন্দ্র যাদব, এনসিপি-র (শরদ পাওয়ার) সুপ্রিয়া শুলের মতো নেতানেত্রীরা সেখানে থাকবেন। পূজ্য বাপু নাম বদল নিয়ে বিরোধীরা সরকারকে চেপে ধরবেন বলেই খবর। ফলে স্পিকারের ডাকা কার্য উপদেষ্টা কমিটির (BAC) বৈঠক উত্তপ্ত হতে চলেছে। মনে করা হচ্ছে, আগামীকাল বিলটি পেশ হলে উত্তাল হবে লোকসভা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen