ISL: দুর্বল হায়দ্রাবাদকে ১-০-এ হারিয়ে আটে উঠল ইস্টবেঙ্গল
ম্যাচের শেষের দিকে ইনজুরি টাইমে লালকার্ড দেখলে হায়দ্রাবাদের সাজি এবং ভিক্টর।
February 17, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হায়দ্রাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে আবার জয়ের মুখ দেখল লাল হলুদ ব্রিগেড। প্রথমার্ধের ১১ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্লেইটন। ম্যাচের শেষের দিকে ইনজুরি টাইমে লালকার্ড দেখলে হায়দ্রাবাদের সাজি এবং ভিক্টর।
কিছু দিন আগে কলিঙ্গ সুপার কাপ জিতেছিল মশাল বাহিনী। এরপর ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League) খেলতে নেমে ফের পয়েন্ট খোয়াতে খোয়াতে লীগ ক্রম তালিকার দশ স্থানে নেমে এসেছিল দল। হায়দরাবাদ এফসি ছিল পয়েন্ট লিস্টের সবার শেষে। এবারের ইন্ডিয়ান সুপার লীগে একটিও ম্যাচ তারা জেতেনি।
এখনও ISL-এর প্রথম ছয়ের থাকার আশা করছেন দলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। তা পূরণ করতে হলে এবার একনাগাড়ে জয় পেতে হবে ইস্টবেঙ্গলকে।