মহিলা জঙ্গি ব্রিগেড গড়ল জৈশ-ই-মহম্মদ, নেতৃত্বে মাসুদ আজহারের বোন, নিশানায় ভারত

October 9, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৪: জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ ফের সক্রিয় হয়ে উঠছে। অপারেশন সিঁদুরে বাহওয়ালপুরে তাদের ঘাঁটি ধ্বংস হলেও, পাকিস্তান সেনা ও প্রশাসনের সহায়তায় সেই ক্যাম্প নতুন করে গড়ে তোলা হয়েছে বলে ভিডিও প্রমাণ আগেই সামনে এসেছে। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে- প্রথমবারের মতো মহিলা জঙ্গি ব্রিগেড গড়ছে জৈশ, নাম ‘জামাত-উল-মোমিনাত’।

এই ব্রিগেডের নেতৃত্বে থাকবেন মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার, যাঁকে রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যেই জঙ্গি হিসেবে ঘোষণা করেছে। তাঁর স্বামী ইউসুফ আজহারও ছিলেন জৈশের শীর্ষ নেতা, যিনি অপারেশন সিঁদুরে নিহত হন।

জৈশ এতদিন মহিলাদের জঙ্গি কার্যকলাপ থেকে দূরে রেখেছিল। এবার সেই নীতি থেকে সরে এসে বাহওয়ালপুরের মরকজ উসমান-ও-আলি থেকে মহিলা নিয়োগ শুরু করছে। জঙ্গিদের স্ত্রী, নিহত জঙ্গিদের পরিবার এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের জঙ্গি প্রশিক্ষণ দিয়ে এই ব্রিগেডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, এই মহিলা ব্রিগেডের লক্ষ্য ভারত। জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করবে তারা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধর্মীয় মগজধোলাইয়ের মাধ্যমে শিক্ষিত ও শহুরে মহিলাদেরও টার্গেট করা হচ্ছে।

উল্লেখ্য, ISIS, বোকো হারাম, হামাস এবং LTTE-এর মতো সংগঠন মহিলাদের আত্মঘাতী জঙ্গি হিসেবে ব্যবহার করলেও, জৈশ-ই-মহম্মদ এতদিন সেই পথে হাঁটেনি। এবার সেই প্রথা ভেঙেই মহিলা জঙ্গি ইউনিট গড়ে তুলছে তারা।

ভারতে একাধিক বড় জঙ্গি হামলার সঙ্গে জৈশ-ই-মহম্মদের নাম জড়িয়ে রয়েছে- ২০০১ সালের সংসদ হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলা তার অন্যতম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen