আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শংকর, পাক সন্ত্রাস দমনে যৌথ লড়াইয়ের বার্তা

October 10, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:৩২: পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ভারত (India) ও আফগানিস্তান (Afghanistan)। তাই এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে দুই দেশকেই- এমন বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S. Jaishankar)। নয়াদিল্লিতে তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির (Amir Khan Muttaqi) সঙ্গে তাঁর বৈঠকে উঠে এল এই আহ্বান। বৈঠকে জয়শংকর আরও জানান, খুব শিগগিরই কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত।

রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও সাময়িক ছাড় নিয়ে ভারত সফরে এসেছেন মুত্তাকি। শুক্রবার তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন জয়শংকর। সূত্রের খবর, সেই সময়ই কাবুলে পাকিস্তানের (Pakistan) তরফে হামলার খবর আসে। এই প্রেক্ষিতেই সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে নয়াদিল্লি-কাবুলের ঐক্যবদ্ধ অবস্থান জরুরি বলে মনে করেন জয়শংকর। তিনি বলেন, ভারত ও আফগানিস্তান উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগোতে চায়, কিন্তু সীমান্ত সন্ত্রাসের চ্যালেঞ্জ দুই দেশকেই মোকাবিলা করতে হচ্ছে। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে পদক্ষেপ প্রয়োজন।

বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জানান, কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর পাশাপাশি আফগানিস্তানের স্বাস্থ্যখাতে ছয়টি নতুন প্রকল্প শুরু করবে ভারত। উপহার হিসেবে দেওয়া হবে ২০টি অ্যাম্বুল্যান্স, আধুনিক এমআরআই ও সিটি স্ক্যান মেশিন, এবং ক্যান্সারের ওষুধ। জয়শংকরের মতে, এটি দুই দেশের বন্ধুত্বের প্রতীক।

২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর এই প্রথম কোনও তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হলো। বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে। পাশাপাশি কাবুলে দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্তে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে নয়াদিল্লি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen