সাংসদদের অসম্মতি নোট সেন্সর জেপিসি ওয়াকফ চেয়ারপার্সনের, বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা? দেখুন চিঠি 

সাংসদদের অসম্মতি নোট সেন্সর জেপিসি ওয়াকফ চেয়ারপার্সনের, বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা? দেখুন চিঠি 

January 31, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ জেপিসি ইস্যুতে ফের বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা! সাংসদদের অসম্মতি নোট সেন্সর করেছে জেপিসি ওয়াকফ চেয়ারপার্সন প্রধান জগদম্বিকা পাল। দেখে নিন সেই চিঠি

বাজেট অধিবেশনের আগে শুক্রবার কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে ঐক্যবদ্ধ প্রতিবাদে করতে দেখে গিয়েছিল কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলির মধ্যে। জানা গিয়েছে, ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে কীভাবে বিরোধীদের উপেক্ষা করা হয়েছে, সেটা সম্মিলিতভাবে তুলে ধরেন বিরোধীরা। এই বিলকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল বিরোধী সাংসদরা।

এর আগে ওয়াকফ বিলের জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীদের মতামতকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলে বিরোধীরা অভিযোগ করেছিল। ২৪শে জানুয়ারি ওয়াকফ বিলের যৌথ সংসদীয় কমিটি থেকে বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমউল হক-সহ ১০ বিরোধী সাংসদকে একদিনের জন্য বরখাস্ত করা হল ৷ এছাড়াও তালিকায় ছিলেন, কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ, ইমরান মাসুদ এবং সৈয়দ নাসির হোসেন, ডিএমকে সাংসদ এ রাজা ও মহম্মদ আবদুল্লাহ, এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েসি, সপা’র সাংসদ মহিবুল্লাহ এবং শিবসেনা(উদ্ধব ঠাকরে) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত ৷ পরে ২৭ জানুয়ারি যৌথ কমিটিতে এই বিল অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: ওয়াকফ ইস্যুতে সংসদীয় কমিটির বৈঠকে একসুরে বিরোধীরা, বাজেট অধিবেশনেও কী ছড়াবে উত্তাপ?

প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্টে ওয়াকফ বিলের যে খসড়া আদালতে পেশ করা হয়েছিল, সেই বিলে ৪৪টি সংশোধনীর প্রস্তাব করেছিলেন বিরোধী সাংসদরা। তবে সেই প্রস্তাবের একটিও গ্রহণ করা হয়নি। বিরোধীদের সংশোধনীর পক্ষে ১০টি ভোট পড়েছিল। এবং ১৬টি ভোট বিপক্ষে পড়েছিল। তাই সেগুলি গ্রহণ করা হয়নি। তবে ১৪টি সংশোধনী গ্রহণ করা হয়েছে। এই নিয়ে কমিটির প্রধান জগদম্বিকা পাল জানান, বিরোধী সাংসদরা মোট ৪৪টি সংশোধনী জমা দিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen