BJP বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে মারধরের অভিযোগ, দেখুন ভাইরাল ভিডিও
ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটি এলাকায়, বুধবার সন্ধ্যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পিএইচইর পাম্প অপারেটর ও তাঁর দাদাকে মারধরের অভিযোগ উঠেছে খানাকুলে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের (Susanta Ghosh) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটি এলাকায়, বুধবার সন্ধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।
ইতিমধ্যেই বিজেপি (BJP) বিধায়ক ও তাঁর দলবলের ১৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। গত সোমবার খানাকুল-২ (Khanakul) ব্লকের রাজহাটি এলাকার পিএইচর পাম্প স্টেশনে একটি মেশিন খারাপ হয়ে যায়। ফলে জলাধার ভর্তি হতে দীর্ঘক্ষণ সময় লেগে যায়। রাজহাটি, মমকপুর, মধ্যারঙ্গ ও সেনহাটের সব এলাকায় পর্যাপ্ত জল পৌঁছচ্ছিল না। এলাকার বাসিন্দারা সমস্যায় পড়ছিলেন। পাম্প অপারেটর ও দু’জন কর্মী রাজহাটি-২ পঞ্চায়েতের প্রধান ও মহকুমার পিএইচই দপ্তরে বিষয়টি জানান। বুধবার সন্ধ্যায় বিজেপি বিধায়ক দলবল নিয়ে পাম্প অপারেটর অনিরুদ্ধ ভৌমিকের (Arindam Bhowmick) দোকানে গিয়ে চড়াও হন এবং হামলা করেন বলেন অভিযোগ উঠছে। সিসিটিভি ফুটেজের দৃশ্যেও হামলা করতে দেখা যায় গেরুয়া বিধায়ক ও তাঁর দলবলকে।