Kiara-Sidharth Welcome A Baby Girl : কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরে

July 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: খুশির খবর বলিউডে (Bollywood)। অভিভাবক হলেন কিয়ারা আদবানি ( Kiara Advani ) ও সিদ্ধার্থ (Sidharth Malhotra) মালহোত্রা। সূত্রের খবর, মঙ্গলবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। চলতি বছরের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন নায়িকা।

গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি ছবিশিকারিরা ক্যামেরা তাক করলে গাড়ি মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে।

ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে “রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয়েছে, মা ও মেয়ে দু’জনেই ভাল আছেন।” ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ ছবিতে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারাকে। শোনা যায়, এই ছবির সেটেই তাঁদের প্রেমপর্বের শুরু হয়। প্রায় দু’বছর প্রেমের পর ২০২৩ সালে বিয়ে করেন তাঁরা। বিয়ের দুই বছরের মাথায় গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁরা। ফেব্রুয়ারি মাসে কিয়ারা লিখেছিলেন, ‘আমাদের জীবনে সবচেয়ে বড় উপহার।’ মঙ্গলবার সেই উপহার পেলেন তারকা দম্পতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen