জানুন বিখ্যাত বলিউড দম্পতির প্রেমের কাহিনী
বলিউড কিছু আইকনিক প্রেমের গল্পের সাক্ষী হয়েছে, রিল থেকে বাস্তব জীবনের দম্পতি হয়েছেন তাঁরা।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বলিউড কিছু আইকনিক প্রেমের গল্পের সাক্ষী হয়েছে, রিল থেকে বাস্তব জীবনের দম্পতি হয়েছেন তাঁরা। আসুন দেখে নিন বলিউডের সেইসব জুটিদের।
আলিয়া- রণবীর
বলিউডের বিখ্যাত প্রেমকাহিনীগুলির মধ্যে রয়েছে রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ভারতীয় চলচ্চিত্র জগতের এক বিখ্যাত দম্পতি, যাদের দুজনেই অভিনয় জগতে বেশ পরিচিত। কাপুর বংশের এক গুণী অভিনেতা হলেন রণবীর ও ভাট পরিবারের ছোট কন্যা আলিয়া ভাট। আলিয়া ভাট অবশেষে তার শৈশবের ক্রাশের সাথে বিয়ে করেছেন, যা সত্যি এক রূপকথার গল্পের মতো। তাদের নতুন যুগের প্রেমের গল্প দিয়ে উদাহরণ স্থাপনকারী একটি দম্পতি, আলিয়া এবং রণবীর বলিউডের সবচেয়ে সফল এবং প্রিয় দম্পতিদের মধ্যে একজন।
দীপিকা-রণবীর
রাম-লীলা সিনেমার সেটে শুরু হওয়া প্রেমের গল্প, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং নিঃসন্দেহে বলিউডের সকল দম্পতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় জুটি । বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিখ্যাত সেলিব্রিটি দম্পতি রণবীর এবং দীপিকা । দীপিকা এবং রণবীর বারবার প্রমাণ করেছেন পারস্পরিক ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা হল সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ।
ক্যাটরিনা-ভিকি
বলিউডের বিখ্যাত দম্পতিদের মধ্যে যারা বাস্তব জীবনের উদাহরণ এবং যারা প্রমাণ করেছেন যে ভালোবাসার কোনও সীমানা নেই, তাদের মধ্যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ অবশ্যই থাকবে । উভয়ের সম্পূর্ণ ভিন্ন পারিবারিক পটভূমি এবং মূল্যবোধ থাকা সত্ত্বেও তারা প্রমাণ করেছেন ভালোবাসাই তাদের কাছে গুরুত্বপূর্ণ।
করিনা-সাইফ
বছরের পর বছর ধরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর, কারিনা কাপুর খান এবং সাইফ আলি খানের মধ্যে প্রেম হয় তাশান ছবির সেটে।কারিনা কাপুর খান এবং সাইফ আলি খানের মধ্যে বয়সের অনেক তফাৎ থাকলেও পারস্পরিক ভালোবাসা দিয়ে সেই তফাৎ মিটিয়ে দিয়েছেন বাস্তব জীবনের বলিউড দম্পতি, সাইফ এবং কারিনা সন্তানদের নিয়ে সুখী বিবাহিত জীবনযাপন করছেন।
রিচা-আলী:
বলিউডের বিখ্যাত দম্পতিদের মধ্যে, রিচা চাড্ডা এবং আলী ফজলের মধ্যে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। “ফুকরে” সিনেমার সেটে একে অপরের সাথে দেখা হওয়ার পর, রিচা এবং আলী দুজনেই অনেক দিন ধরে বন্ধু ছিলেন, তারপর থেকে তারা ডেট করতে শুরু করেন। এ দুজনেই প্রতিভার অধিকারী এবং তাদের স্পষ্টভাষী এবং সাহসী স্বভাবের জন্য পরিচিত । মালদ্বীপে ঘুরতে গিয়ে আলী রিচা কে ভালোবাসার প্রস্তাব দেন. এমনকি রিচা চাড্ডা এবং আলী ফজলের বিবাহ অনুষ্ঠানও স্বপ্নের চেয়ে কম কিছু ছিল না।
গৌরী-শাহরুখ
১৯৮৪ সালে দিল্লিতে এক পার্টিতে শাহরুখের সাথে প্রথম দেখা হয় গৌরীর। গৌরীর বয়স ছিল মাত্র ১৪, আর শাহরুখের বয়স ছিল ১৮। প্রথম দেখাতেই প্রেম হয়ে যায় শাহরুখের, যদিও গৌরী তখন জানতেন না। তাঁদের প্রেম কাহিনী সিনেমার গল্পকেও হার মানায়। শাহরুখ গৌরী জুটি বহু মানুষের অনুপ্রেরণা। ১১৯১ সালের ২৫ অক্টোবর শাহরুখ খান ও গৌরী খানের বিয়ে হয়। তাঁদের বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিয়ের মন্ত্রের তাৎপর্য ব্যাখ্যা করতে বলেন শাহরুখ পুরোহিতকে।