সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো, সঙ্গে দেবীর আবির্ভাব তিথি! সাজ সাজ রব তারাপীঠে

October 5, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: আগামীকাল সোমবার, কোজাগরী লক্ষ্মী পুজো। একই সঙ্গে তারামায়ের আবির্ভাব তিথি। একই দিনে দুই বিশেষ তিথি উপলক্ষ্যে তারাপীঠে উপচে পড়বে ভক্তদের ভিড়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের ভিড় জমতে শুরু করেছে। আগামীকাল মা তারা সারাদিন নিজ বিশ্রাম মন্দিরে বিরাজ করবেন। মাকে স্পর্শ করে পুজো নিবেদন করতে পারেন ভক্তরা। সন্ধ্যায় দেবীকে গর্ভগৃহে ফিরিয়ে এনে লক্ষ্মীরূপে পুজো নিবেদন করা হবে।

 

জনশ্রুতি অনুযায়ী, শুক্লা চতুর্দশী তিথিতে বণিক জয়দত্ত স্বপ্নাদেশ পেয়ে শ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসনের নীচে থেকে মায়ের শিলামূর্তি উদ্ধার করেন এবং মন্দির প্রতিষ্ঠা করেন। তখন থেকে দিনটি তারামায়ের আর্বিভাব তিথি হিসেবে পালিত হয়ে আসছে। সোমবার সকালে সূর্যোদয়ের পর তারামাকে গর্ভগৃহ থেকে বের করে বিশ্রাম মন্দিরে আনা হবে। জীবিতকুণ্ড থেকে জল এনে মাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়। সকালে মায়ের বিশেষ পুজো ও মঙ্গলারতির পর সর্বসাধারণের জন্য বিশ্রামাগার খুলে দেওয়া হবে। সকলে মাকে স্পর্শ করে পুজো দিতে পারবেন।

 

বছরের একমাত্র এই দিনেই মায়ের অন্নভোগ হয় না দুপুরে। সেবাইতরাও উপবাস করেন। দুপুরে লুচি, সুজি ও মিষ্টি সহ ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় দেবীকে গর্ভগৃহে ফিরিয়ে এনে স্নান করিয়ে রাজবেশে সাজিয়ে দেবী তারাকে লক্ষ্মীরূপে পুজো করা হয়। দুই উৎসব উপলক্ষ্যে রীতিমতো সাজ সাজ রব তারাপীঠ চত্বরে। এখন থেকে হোটেল, লজগুলিতে তিলধারণের জায়গা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen