দিল্লিতে দুর্গাপুজো আয়োজনে মজেছেন লকেট, তবে কি বঙ্গ BJP ছেঁটে ফেলল প্রাক্তন সাংসদকে?
লকেটের পাশাপাশি বঙ্গ বিজেপির বিভিন্ন কর্মসূচি থেকে ভারতী ঘোষকেও ব্রাত্য রাখা হচ্ছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০৫: বঙ্গ বিজেপি কি ছেঁটে ফেলল রাজ্যের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে? সম্প্রতি দমদমে মোদীর সভায় দলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আমন্ত্রণ না-পেয়ে দিল্লির নেতাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। লকেটের অভিযোগ পেয়েই মোদী সভামঞ্চে কারা ছিলেন, কোন কোন নেতা ভাষণ দিয়েছেন, তা জানতে চেয়েছে PMO। বঙ্গ বিজেপি তথ্য জানিয়েওছে। এই আবহে দিল্লির দুর্গাপুজো নিয়ে মেতে উঠেছেন লকেট।
বিজেপির সদর দপ্তরে দিল্লি প্রদেশ বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা ও পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে কয়েকদিন আগে বৈঠক করেন লকেট। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করেন তিনি। রাজধানীতে দুর্গাপুজো নিয়ে লকেটকে দায়িত্ব দিয়েছে বিজেপি। প্রশ্ন উঠছে, বঙ্গে গুরুত্ব না পেয়েই কি দিল্লিতে মন দিলেন তিনি?
লকেটের পাশাপাশি বঙ্গ বিজেপির বিভিন্ন কর্মসূচি থেকে ভারতী ঘোষকেও ব্রাত্য রাখা হচ্ছে। সম্প্রতি সমাজ মাধ্যমে পোস্ট করে ক্ষোভ উগরে দেন প্রাক্তন আইপিএস নেত্রী। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী দ্বিতীয়া কৌরও সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। দক্ষিণ কলকাতা জেলা বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য তিনি। ফেসবুক পোস্ট করে তিনি দায়িত্ব ছেড়েছেন। শোনা যায়, দলে সম্মানজনক পদ না-পেয়েই তিনি ক্ষুব্ধ।