গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেসে ভয়াবহ আগুন, মৃত্যু ৯ জনের

BREAKING গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেসে ভয়াবহ আগুন, মৃত্যু ৯ জনের

August 26, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার সাতসকালে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের পর এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেসের একটি কামরা থেকে গনগনে আগুন চোখে পড়ে। ঘটনায় জখম হয়েছেন অন্তত ২৫ জন।

সাদার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, প্রাইভেট পার্টির জন্য লখনউ থেকে একটি কামরা ভাড়া নিয়েছিলেন পর্যটকরা। মাদুরাই স্টেশনের রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকাকালীন এদিন ভোর সোয়া ৫টা নাগাদ ওই ট্রেনের কামরায় আগুন লেগে যায়। রেল কর্তৃপক্ষ দাবি করেছে, বেআইনিভাবে এলপিজি সিলিন্ডার নিয়ে সফর করছিলেন যাত্রীরা যা ফেটে গিয়ে আগুন লেগে যায়।

সংবাদসংস্থা INS-এর রিপোর্ট অনুসারে, ক্ষতিগ্রস্ত কোচে ৫৫ জন যাত্রী ছিলেন এবং মৃতদের মধ্যে ছয়জন উত্তরপ্রদেশের বাসিন্দা। মাদুরাই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen