তৃণমূল সাংসদের তৎপরতার জের, ডায়মন্ড হারবারের পরিযায়ী শ্রমিককে ছাড়ল ডবল ইঞ্জিন মহারাষ্ট্র পুলিশ

অবশেষে বিষ্ণুপুরের বাবাই সর্দারকে ছাড়তে বাধ্য হল মহারাষ্ট্র পুলিশ। বাংলাদেশি সন্দেহে তাঁকে আটক করেছিল বিজেপি শাসিত মহারাষ্ট্র পুলিশ

August 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৯:০০: অবশেষে বিষ্ণুপুরের বাবাই সর্দারকে ছাড়তে বাধ্য হল মহারাষ্ট্র পুলিশ। বাংলাদেশি সন্দেহে তাঁকে আটক করেছিল বিজেপি শাসিত মহারাষ্ট্র পুলিশ। পরিযায়ী শ্রমিকের পরিবারের মাধ্যমে তাঁকে আটকে রাখার খবর জানতে পেরে তৎপর হন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটি প্রতিনিধি দল মহারাষ্ট্রে যায়। পরিবারের আশঙ্কাই সত্যি হয়। জানা যায়, বিষ্ণুপুরের বাবাই সর্দারকে নাগপুরের একটি ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। রবিবার নিজে ফোন করে তাঁর বাবা মাকে এই কথা জানিয়েছেন ওই যুবক। তিনি যে বাংলাদেশি নন, তার জন্য জন্মের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সহ আরও কয়েকটি নথি চেয়ে পাঠিয়েছিল পুলিশ। সেসব পাওয়ার পরই ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

আজ, সোমবার তাঁর কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রতিনিধি দল রবিবার রাত পর্যন্ত ওই যুবকের সঙ্গে দেখা করে উঠতে পারেনি।

অভিষেকের পাঠানো প্রতিনিধি দল সকাল থেকে হন্যে হয়ে বাবাইয়ের খোঁজ করছিল বিভিন্ন ক্যাম্পে। বিষ্ণুপুর থানা সর্দার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে , প্রয়োজনীয় নথি পাওয়ার পরই ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয় বাবাইকে। সেকথা তিনি ফোন করে জানিয়েছেন।

বিষ্ণুপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপবাবুর দাবি, নথিপত্র দেখে ওরা ওকে ক্যাম্প থেকে ছাড়তে বাধ্য হয়েছে। শীঘ্রই বাবাইকে কলকাতায় ফিরিয়ে আনা হবে। ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে সর্দার পরিবার। বাবা মায়ের বক্তব্য, ছেলে ফিরলে আর তাঁকে বাইরে কাজে পাঠাবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen