দেশে শিল্পের হাল ফেরাতে এবার হাল ধরল রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রযুক্তি সংক্রান্ত মেধাস্বত্ত্বের ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং শিল্পগোষ্ঠীগুলি নিজেরা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে

January 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (এমএসএমই) স্বাস্থ্য ফেরাতে দাওয়াই দেবে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)। প্রযুক্তি বিষয়ক সর্বভারতীয় একটি থিঙ্ক-ট্যাঙ্কের (টিআইএফএসি) সদস্য হয়েছে তারা। আইআটি-বিএইচইউ (বারাণসী), চেন্নাইয়ের সত্যভামা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পুনের পিমপ্রি চিনাওয়াড় কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের মতো নামী তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে এক সারিতে রয়েছে ম্যাকাউট। দ্য টিআইএফএসি বা টেকনোলজি ইনফরমেশন, ফোরকাস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল তৈরি হয়েছে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনে। এই প্রতিষ্ঠানগুলি তিনটি ধাপে কাজ করবে। বিভিন্ন ধাপে তারা একই ধরনের শিল্প ক্লাস্টারকে তারা চিহ্নিত করবে। প্রাথমিকভাবে তিনটি এমএসএমই ক্লাস্টারকে তারা চিহ্নিত করবে। সেখানকার প্রতিনিধিদের তারা প্রশিক্ষণ দেবে। এছাড়া, সেই ধরনের শিল্পে কোন কোন প্রযুক্তি প্রয়োজন, সেগুলি তারা বুঝে নেবে। এবার সব মিলিয়ে তারা রিপোর্ট জমা দেবে টিআইএফএসির কেন্দ্রীয় কমিটির কাছে। কোন শিল্পে, কোন প্রযুক্তিগত উন্নয়নের প্রয়োজন রয়েছে, সেই সংক্রান্ত প্রস্তাবও সেখানে থাকবে। পরবর্তী ধাপে প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবনের কাজে হাত দিতে হবে তাদের। 

এই প্রযুক্তি সংক্রান্ত মেধাস্বত্ত্বের ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং শিল্পগোষ্ঠীগুলি নিজেরা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে দু’বছর পর্যম্ত তা কার্যকর থাকবে। এর জন্য প্রাথমিকভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয় বার্ষিক ২০ লক্ষ টাকা করে পাবে। কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অধীনে এই পরিকল্পনাটি বাস্তবায়ন করা হচ্ছে। এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen