২৬-শের নির্বাচনের দামামা বাজিয়ে দিল তৃণমূল, নভেম্বরেই শহিদ মিনার সমাবেশ করবেন মমতা-অভিষেক

October 16, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২১:  উৎসবের মরশুম শেষ না হতেই রাজ্য রাজনীতিতে বেজে গেল ২০২৬-শের নির্বাচনের দামামা। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর শহিদ মিনারে বড় সমাবেশ করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজনৈতিক মহলের মতে, সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ছাব্বিশের লোকসভা ভোটের প্রচার শুরু করে দেবে তৃণমূল কংগ্রেস (TMC)।

ওয়াকিবহাল মহলের মত, এই সমাবেশ থেকেই আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভোটের প্রচার শুরু করে দেবেন শাসক শিবিরের শীর্ষ নেতৃত্ব। লোকসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বিরোধিতায় এবার ডিজিটাল ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে একটি পোর্টাল চালু করে তিনি কার্যত অনলাইন প্রচারের সূচনা করেছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যের তরুণ প্রজন্মকে যুক্ত করে ভোটের ময়দানে শক্তি বাড়াতে চাইছে ঘাসফুল শিবির।

তৃণমূল আগেই স্পষ্ট করেছে, আসন্ন নির্বাচনে তাদের অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে এসআইআর (SIR)। রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের সময় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, তা নিয়ে বারবার সতর্ক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতারা। এই ইস্যুতে জনমত গড়ে তুলতে শহিদ মিনারের সভায় মমতা-অভিষেক লড়াইয়ের মূল সুর বেঁধে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড ময়দানে বিশাল জনসমাবেশ করে ৪২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেতৃত্ব। এবারও শহিদ মিনারের সভা থেকেই নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen