সরকারি কর্মচারীদের জন্যে ৩ শতাংশ ডিএ -র ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঋণের বোঝা রয়েছে, তবু এটা আপনাদের দেবো।” কেন্দ্রীয় সরকারি কর্মীরা চরম অনিশ্চয়তায়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশে দাঁড়াতে হবে, বলেন মুখ্যমন্ত্রী।

December 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

নবান্ন থেকে আজকের সরকারি কর্মীদের সংগঠন বৈঠকে বেশ কিছু বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

জানুয়ারি মাসেই ডিএ (Dearing Allowance) পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ দেওয়া হবে ৩ শতাংশ হারে। কর্মী সংগঠনের বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারকে স্যাট নির্দেশ দিয়েছিল, পরবর্তী ছ’মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। রাজ্য সরকার তা না-দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলা দায়ের করে। রাজ্য পুনরায় স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে। এই আইনি লড়াইয়ের মধ্যেই কর্মীসংগঠনের চিঠি যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই চিঠির প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠক করেন। তিনি বলেন, “পরিস্থিতি খারাপ, কিন্তু চিঠিতে মন ভিজে গিয়েছে। ঋণের বোঝা রয়েছে, তবু এটা আপনাদের দেবো।” কেন্দ্রীয় সরকারি কর্মীরা চরম অনিশ্চয়তায়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশে দাঁড়াতে হবে, বলেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen