দীঘায় কখন ঘুরবে রথের চাকা, ভিড় নিয়ন্ত্রণ কীভাবে, জানালেন মমতা
আজ সকাল থেকেই বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তিনি রথযাত্রা উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। দুপুর দেড়টা নাগাদ জগন্নাথ মন্দিরেও যান মুখ্যমন্ত্রী।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৭: আগামীকাল রথযাত্রা। এবছর বাংলার রথযাত্রা একটু বেশি স্পেশ্যাল কারণ দীঘায় তৈরী হয়েছে জগন্নাথ দেবের মন্দির। আগামীকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গতকাল অর্থাৎ বুধবার তিনি দীঘায় পৌঁছে গেছেন।
আজ সকাল থেকেই বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তিনি রথযাত্রা উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। দুপুর দেড়টা নাগাদ জগন্নাথ মন্দিরেও যান মুখ্যমন্ত্রী। কীভাবে রথ এগোবে, ভিড় কীভাবে নিয়ন্ত্রণ করা হবে এসব বিষয় নিয়ে একটি বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ইসকনের রাধারমণ দাস।
ওপরের এই ভিডিওতে দেখা যাচ্ছে রথগুলো কোন পথে কীভাবে যাবে তা, সাজিয়ে রাখা রথগুলোর কাছে গিয়ে সাদা কাগজে এঁকে সম্ভাব্য পরিকল্পনার কথা বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান –
- কাল সকাল ৯ টা থেকে নিয়ম অনুযায়ী পুরোহিতরা পুজোপাঠ করবে।
- ৯.৩০ এর পর থেকে ভক্তরা রথ দর্শন করতে পারবেন।
- আমি দুপুর ২ টো নাগাদ আসবো, দুপুর আড়াইটে পর্যন্ত আরতি পূজার্চনা হবে।
- ২.৩০ থেকে রথযাত্রা শুরু হবে।
- রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডের মধ্যে।
- দুদিকে ব্যারিকেড করা হয়েছে, যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না হয় তাই এই ব্যবস্থা।
- প্রেসের জন্য এক একটা স্থানে হোল্ডিং এরিয়া করে দেওয়া হয়েছে।
- পথ খুব কম, পৌনে এক কিলোমিটার, রাস্তায় মাঝে মাঝে রথ থামবে।
- মানুষ দড়ি স্পর্শ করতে পারবে, ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে।
- এই প্রথম আমরা করছি, তাই দীঘার পুণ্যধামে এই রথযাত্রা যাতে শান্তিতে ও সুন্দরভাবে সমাপন হয় তাই আপনাদের সহযোগিতা চাইছি।
- বিকেল ৪ টের মধ্যে রথযাত্রার অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাবে।