সমবায় ব্যাঙ্ক ইস্যুতে মোদিকে চিঠি মমতার

এর জন্য অর্ডিন্যান্স এনে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের যে ধারাকে সংশোধন করা হয়েছে, তা বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি।

July 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সমবায় ব্যাঙ্ককে আরবিআইয়ের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য অর্ডিন্যান্স এনে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের যে ধারাকে সংশোধন করা হয়েছে, তা বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে মমতা বলেছেন, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই আনা হয়েছে এই অর্ডিন্যান্স। এটা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ। সমবায় ব্যাঙ্কের একটা অংশে আরবিআইয়ের নজরদারি এমনিতেই ছিল। এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা হচ্ছে। তাই এই সংশোধনী বাতিল করা হোক।

এদিন মুখ্যমন্ত্রী দিল্লিতে আরও একটি চিঠি পাঠিয়েছেন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারকে লেখা সেই চিঠিতে সুন্দরবন এলাকার মানুষের জীবন-জীবিকার স্বার্থে একটি মাস্টার প্ল্যান তৈরি এবং রূপায়ণের দাবিতে তুলেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen