চলন্ত লোকালে আগুন! শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৫: ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালে আগুন! চলন্ত ট্রেনে আগুন লাগায় শিয়ালদহ দক্ষিণশাখার পিয়ালি স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কিছুক্ষণ ধরে ব্যাহত হয় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। হতাহতের কোনও খবর মেলেনি। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
আজ, বুধবার সকাল ১০ টায় পিয়ালি স্টেশনে ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালে মহিলা কামরায় আগুন দেখা যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামেন তাঁরা। রেলের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়।
এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদহ দক্ষিণশাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকালগুলি। স্টেশনে বাড়তে থাকে ভিড়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ডাউনে বন্ধ পরিষেবা। যাত্রীদের অভিযোগ, রেলের গাফিলতির জেরে এই ঘটনা। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিপত্তির সম্মুখীন হচ্ছেন যাত্রীরা।