মোড় ঘুরে গেল মেঘালয়কাণ্ডের, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার সোনম

June 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:০০: মধুচন্দ্রিমায় গিয়ে মেঘালয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ইন্দোরের দম্পতি রাজা রঘুবংশী ও তাঁর স্ত্রী সোনম। সেই ঘটনায় এবার নয়া মোড়। একটা সময় আশঙ্কা করা হচ্ছিল, হয়ত সোনমকে বাংলাদেশে পাচার করে দিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা। তবে সেই সোনমকে পাওয়া গেল উত্তরপ্রদেশের গাজিপুরে। সেখানে আপাতত তাঁকে আটক করেছে পুলিশ।

মেঘালয়ের পুলিশের ডিজি ইদাশিশা নংরাং জানিয়েছেন, এই মামলায় সোনম-সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, হানিমুনে এসে পেশাদার খুনি ভাড়া করে স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন সোনম।

কয়েকদিন আগেই বিয়ে হয়েছিল রাজা ও সোনমের। মে মাসে হানিমুনে মেঘালয়ে গিয়েছিলেন তাঁরা। সেখানকার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে বেড়ান। শেষবার দেখা যায় ২৩ মে, শিলংয়ের কাছে সোহরা (চেরাপুঞ্জি) এলাকায়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন দু’জন।
মিসিং ডায়েরির ভিত্তিতে রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে মেঘালয় পুলিশ। অবশেষে ২ জুন, গভীর খাদ থেকে উদ্ধার হয় ২৮ বছরের রাজার মৃতদেহ। পরে সোহরারিম এলাকার একটি পার্কিং লট থেকে তাঁদের ভাড়া করা স্কুটারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্কুটারটির চাবি তখনও লাগানো ছিল।

তদন্ত চলাকালীন, স্থানীয় এক পর্যটন গাইড পুলিশকে জানান, নিখোঁজ হওয়ার দিন রাজা এবং সোনমকে আরও তিনজন পুরুষের সঙ্গে দেখা গিয়েছিল। এই সূত্র ধরেই শুরু হয় আরও গভীর তদন্ত।

এরপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, সোনম নিজেই ভাড়া করেছিলেন খুনিদের। তাঁর সঙ্গে যোগাযোগ ছিল ধৃত আরও তিনজনের। এই চারজন মিলে পরিকল্পনা করেন নৃশংস হত্যাকাণ্ডের। ঘটনায় গোটা মেঘালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে সোনম এই চক্রান্ত করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যক্তিগত কোনও বিরোধ, আর্থিক কারণ নাকি অন্য কোনও মোটিভ এক্ষেত্রে রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen