Messi at Yuva Bharati : মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা নিয়ে ব্যথিত মুখ্যমন্ত্রী, গঠন করলেন তদন্ত কমিটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪১: ভোর রাত থেকে বিমানবন্দর থেকে যুবভারতী পর্যন্ত অপেক্ষা মেসি ভক্তদের। রাস্তার ধারে অগণিত ফুটবল প্রেমীরা ভিড় করেছিলেন এক ঝলক মেসিকে দেখার জন্য। অথচ শনিবার বেলায় নির্দিষ্ট অনুষ্ঠান না করেই ফিরে যেতে হল লিওনেল মেসি ভক্তদের। পরিস্থিতি এমন হয়, কোনও মতে বোতলের আঘাত থেকে পালাতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অনুষ্ঠানে আসতেই পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেসি বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পডে়ন দর্শকরা। গ্যালারি থেকে বোতল ছুড়তে থাকেন, গ্যালারিতে লাগানো স্পনসরদের ব্যানারও ছেঁড়া হয়। এর পর চেয়ার ছুড়তে থাকেন সমর্থকরা। এই ঘটনার পর আয়োজক থেকে শুরু করে সেলিব্রিটি কেউই ছিলেন না। মেসি বেরিয়ে যাওয়ার পর আয়োজকরা উধাও।
মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা নিয়ে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমা চেয়ে নিলেন ফুটবল তারকার কাছে। সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে ‘অব্যবস্থা’ হয়েছে, তার জন্য তিনি ‘স্তম্ভিত এবং বিচলিত’। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। সকল ক্রীড়াপ্রেমীর কাছেও ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী।
I am deeply disturbed and shocked by the mismanagement witnessed today at Salt Lake Stadium. I was on my way to the stadium to attend the event along with thousands of sports lovers and fans who had gathered to catch a glimpse of their favourite footballer, Lionel Messi.
I…
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2025
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, আমি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, কমিটির সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।