শহরে মেসি উন্মাদনা, SIR-র কাজ কোন পথে এগচ্ছে, আজ সারাদিন নজর রাখবেন যে যে খবরের দিকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৫: শহরে চলে এসেছেন লিওনেল মেসি। ১৪ বছর পর শহরে পা রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কলকাতায় ঝটিকা সফরে রয়েছে ঠাসা সূচি। যুবভারতীতে সকাল ১১:১৫ থেকে বেলা ১২:৩০ পর্যন্ত থাকবেন। সেই অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে চেকিংয়ের কাজ চলছে বিভিন্ন জেলায়। তবে নির্বাচন কমিশন থেকে একের পর এক নতুন নির্দেশ আসায় ক্ষুব্ধ BLO-দের একাংশ। রাজ্যে SIR-এর কাজ কোন পথে? নজর থাকবে সেই খবরে।
৭ নভেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাধু–সন্তদের ডাকে অনুষ্ঠিত হয় ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি। সেখানেই চিকেন প্যাটি বা আমিষ প্যাটি বিক্রির ‘অপরাধে’ শেখ রিয়াজুল নামে এক প্যাটি–বিক্রেতাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ধৃত সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তীকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন। তবে প্যাটি-বিক্রেতা শেখ রিয়াজুলের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার তদন্তে নজর থাকবে।
রবিবার আবার খেলতে নামছে সূর্যকুমার যাদবের ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের তৃতীয় ম্যাচ ধরমশালায়। প্রথম ম্যাচে ১০১ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে ভারত হেরেছে ৫১ রানে। প্রশ্ন উঠছে দলের পরিকল্পনা নিয়ে। ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে কোচ গৌতম গম্ভীরের। নজর থাকবে সেই খবরের দিকেও।