জাদুঘরে ব্যক্তি-মোদীর প্রদর্শনী! কেন সরকারি জায়গায় এমন আয়োজন? প্রশ্ন বিরোধীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: বুধবার ৭৫ বছরে পা দিয়েছেন মোদী। সেই উপলক্ষে ভারতীয় জাদুঘরে আরম্ভ হয়েছে এক প্রদর্শনীর। জাদুঘরে ঢুকলেই দেখা যাচ্ছে মোদীর পেল্লায়, পেল্লায় কাটআউট। কোনও ছবিতে বাল্যকালের মোদী হাতে চায়ের কাপ, কোনও কাটআউটে চন্দ্রযানের পাশে দাঁড়িয়ে মোদী, আবার কোনওটায় অযোধ্যার রামমন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি। মোদীর জীবনের সাফল্য, প্রকল্প, সব ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত। বুধবার এর উদ্বোধন করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং অন্য নেতারা। সরকারি জায়গায় প্রধানমন্ত্রীর প্রদর্শনী কেন হবে? প্রশ্ন বিরোধীদের।
তৃণমূলের প্রশ্ন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে প্রদর্শনী হচ্ছে কলকাতায়। কিন্তু বাংলা ভাষায় একটিও শব্দ লেখা নেই! সবই লেখা হিন্দিতে। তৃণমূল বলছে, বিজেপি যে বাংলাবিরোধী তা বোঝা যাচ্ছে।
উরি সার্জিকাল স্ট্রাইক, মিশন সাগর, বালাকোট, অপারেশন সিঁদুরও ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে আর সবই হয়েছে মোদীর কাটআউটকে সামনে রেখে। ২০২৬ সালের ভোটের আগে সরকারি খরচে প্রচার? উঠছে সে প্রশ্নও। তৃণমূলের রাজ্যস্তরের এক শীর্ষ নেতার মতে, ‘জাদুঘরের মতো ঐতিহ্যপূর্ণ স্থানকে অপব্যবহার করছে বিজেপি। কেন্দ্রের ক্ষমতায় আছে বলে যা ইচ্ছে তাই করছে। বিজেপি বাংলা থেকে বিদায়ের পর জাদুঘরেই স্থান পাবে, আগে থেকে সেই জায়গাটা চিহ্নিত করে নিয়েছে।’ সিপিআই লিবারেশনের (CPI-ML) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের প্রশ্ন, ‘সঙ্ঘের নিয়ম অনুযায়ী তো এদিন তাঁর পদত্যাগ করার কথা। আর আজই তাঁকে মিউজিয়ামে নিয়ে গেল?’
সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘জাদুঘর সারা এশিয়ার গর্ব। এই সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করছে। মিউজিয়ামে মোদীর জন্মদিন। ধীরে ধীরে হনুমানজয়ন্তীতে চলে যাবে।’