মো সালহার জোড়া গোলে ৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে মিশর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৭: আফ্রিকা থেকে আরও এক ফুটবল দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করল। মিশর (Egypt) ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট পেয়ে গেল এক রাউন্ড আগেই। জিবুতির বিরুদ্ধে ৩–০ গোলে দাপুটে জয়ের মধ্য দিয়ে ‘ফেরাও’রা নিশ্চিত করল উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবলের সেরা উৎসবে অংশগ্রহণ।
ক্যাসাব্ল্যাঙ্কায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিশর। খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। জিজোর তোলা নিখুঁত ক্রসে উঠে হেড করে গোলের খাতা খোলেন ইব্রাহিম আদেল। ম্যাচের গতি তখন সম্পূর্ণ মিশরের দিকেই হেলে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যবধান বাড়ান দলের সবচেয়ে বড় তারকা মহম্মদ সালহা। ডিফেন্স চেরা পাসে বল পেয়ে ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ মিশরের হাতে চলে যায় পুরোপুরি।
শেষ মুহূর্তে নিজের ক্লাসিক স্টাইলে ভলিতে গোল করে জয়কে স্মরণীয় করে তোলেন সালাহ। এই জয়ে মিশর সরাসরি নিশ্চিত করল FIFA World Cup 2026–এর মূল পর্ব।
অন্যদিকে দারুণ ছন্দে এগোচ্ছে ঘানা। জাদিদায় মাদাগাস্কারের বিরুদ্ধে ৫–০ গোলে জিতে বিশ্বকাপে যাওয়ার একদম দোরগোড়ায় ঘানা। ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন জর্দান আয়েউ। শুরুতে মহম্মদ সালিসুর হেডে লিড নেয়ার পর আয়েউ দারুণ পাসে সেট করেন থমাস পার্টের দ্বিতীয় গোল। পরে কর্নার থেকে জিকুর হেডে তৃতীয় গোল আসে। চতুর্থ গোলটা করেন আয়েউ নিজেই, দুর্দান্ত ভলিতে। শেষ গোলটাতেও ছিল তাঁর অবদান তাঁর পাস থেকেই কামালদিন সুলেমানা স্কোর করেন।
এই জয়ের ফলে ঘানার পয়েন্ট এখন দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে তিন বেশি, আর গোল পার্থক্যও অনেক ভালো। তাই শেষ ম্যাচে নাটকীয় কিছু না ঘটলে বিশ্বকাপে যাওয়া কার্যত নিশ্চিত।
আফ্রিকান বাছাইপর্বের শেষ রাউন্ডে তাই এখন মূল লড়াই শীর্ষে থাকা দলগুলোর মধ্যে। ইতিমধ্যেই মিশর নিজেদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এখন দেখার বাকি কে কে পাড়ি জমায় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।