মতুয়াদের নাগরিকত্ব দাবিতে আমরণ অনশনে যোগ দিলেন সাংসদ মমতাবালা ঠাকুর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২০: পূর্ব ঘোষণা মতোই বুধবার থেকে মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur) যোগ দিলেন মতুয়াদের চলমান আমরণ অনশনে। SIR-র প্রতিবাদ এবং নিঃশর্ত নাগরিকত্বের (Citizenship of the Matua community) দাবিতে ৫ নভেম্বর থেকে বড়মা বীণাপাণি ঠাকুরের মন্দিরের সামনে শুরু হয়েছে এই অনশন। অষ্টম দিনে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতাবালার সঙ্গে আরও দু’জন মতুয়া সদস্য অনশনে অংশ নেন।
বুধবার দুপুরে নাটমন্দিরে এসে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করেন মমতাবালা। এরপর প্রয়াত স্বামী কপিলকৃষ্ণ ঠাকুরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বড়মার মন্দিরে যান। সেখান থেকে সরাসরি অনশন মঞ্চে গিয়ে মতুয়া গোঁসাই ও দলপতিদের সঙ্গে আমরণ অনশনে বসেন তিনি।
অনশন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতাবালা বলেন, “আজ থেকে আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ। আমার কাছে মতুয়ারা সবার আগে। SIR চালু হওয়ায় মতুয়াদের নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এর বিরোধিতা করছেন, আর আমরা ধর্মীয়ভাবে প্রতিবাদ করছি।”
এই অনশন মঞ্চে ইতিমধ্যেই এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁরা অনশনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
অনশনকারী কৃষ্ণপদ মণ্ডল বলেন, “মা আমাদের পাশে আছেন। ফলে সন্তানরা তো উৎসাহিত হবেই।” আট দিনের মধ্যে কয়েকজন অনশনকারী অসুস্থ হয়ে পড়লেও আন্দোলনের মনোবল অটুট রয়েছে।