নবরূপে আসছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা, জানালেন অভিষেক
জাগো বাংলা হল একটি বাংলা সাপ্তাহিক সংবাদপত্র। এটি কলকাতা থেকে প্রকাশিত হয়।
July 10, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নবরূপে আসছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বাংলা মুখপত্র জাগো বাংলা (Jago Bangla)। আজ ট্যুইট করে একথা জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।
পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, মূলত গ্রামীণ এলাকায়, মমতা বন্দোপাধ্যায়ের ও দলের বার্তা পৌঁছে দিতে এই পত্রিকাটিকে ব্যবহার করা হয়। জাগো বাংলা হল একটি বাংলা সাপ্তাহিক সংবাদপত্র। এটি কলকাতা থেকে প্রকাশিত হয়।